E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিরাপদে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

২০১৫ জানুয়ারি ২৬ ১৮:৪৩:৫৩
নিরাপদে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপে অংশ নিতে শনিবার রাত ৯টা ৫ মিনিটে দেশ ছাড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ ভ্রমণ শেষে রবিবার রাত দেড়টায় অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পৌঁছেছে মাশরাফি বিন মুর্তজার দল। এমিরেটসের বিমানে দুবাই হয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ায় পৌঁছে ক্রিকেটাররা সেখানে পৌঁছানোর কথা জানিয়ে নিজেদের ফেসবুকে স্ট্যাটাস দেন। পেসার নাসির হোসেন নিজের ফেসবুকে লেখেন, ‘আমরা নিরাপদে অস্ট্রেলিয়ায় পৌঁছেছি। আল্লাহকে ধন্যবাদ।’

টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের স্ট্যাটাস, ‘বাংলাদেশ দল নিরাপদে ব্রিসবেনে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ।’ জাতীয় দলের ১৩ জন খেলোয়াড় ও কোচিং স্টাফসহ আটজন অফিশিয়াল শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। আগে থেকেই অস্ট্রেলিয়াতে থাকা সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন আজ সোমবারই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় একাদশতম ক্রিকেট বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে।

ব্রিসবেনে দুই সপ্তাহের ক্যাম্পে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা। ১ ও ৩ ফেব্রুয়ারি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ম্যাচ দুটি হবে দিনের আলোয় অ্যালান বোর্ডার ওভালে। ৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে অফিশিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

(ওএস/পি/জানুয়ারি ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test