E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বার্সেলোনার ১৪ মাসের ট্রান্সফার নিষেধাজ্ঞা

২০১৪ এপ্রিল ০২ ১৮:৪৯:০৩
বার্সেলোনার ১৪ মাসের ট্রান্সফার নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কর্তৃক ১৪ মাসের ট্রান্সফার নিষেধাজ্ঞা পেয়েছে। ফিফার বিধান অনুযায়ী অনূর্ধ্ব ১৮ বছরের দলে নেয়ার প্রক্রিয়ায় বিধিভঙ্গের কারনেই এ শাস্তি পায় বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্লাব।

কোন ধরণের খেলোয়াড় দলে টানা বা বিক্রি করতে পারবে না এ শাস্তিতে বার্সেলোনা ২০১৫ সালের গ্রীষ্মের আগ পর্যন্ত। শুধু তাই নয়, ৩ লাখ ৫ হাজার পাউন্ড জরিমানাও করা হয় তাদেরকে। শুধু বার্সেলোনাকেই নয়, স্প্যানিশ ফুটবল ফেডারেশনকেও (আরএফইএফ) প্রায় সম পরিমাণ সাজা দিয়েছে ফিফা।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন কে এই বিধি ভঙ্গের দায়ে ৫ লাখ সুইস ফ্রাঁ (৩ লাখ ৪০ হাজার পাউন্ড) জরিমানা করে ফুটবলের সর্বোচ্চ প্রশাসক সংস্থা। এছাড়াও তাদেরকে আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলের ট্রান্সফার প্রক্রিয়াকে ঢেলে সাজানোর এবং নিয়মতান্ত্রিকতার মধ্যে আনার জন্য পরামর্শ দেয়া হয়। এ জন্য তাদেরকে এক বছরের সময়সীমা দেয়া হয়।

ফিফার আইন বলে, আন্তর্জাতিক দল বদল প্রক্রিয়ায় কেবল মাত্র ১৮ বছরের উপরের খেলোয়াড়ই অংশ নিতে পারবে। এছাড়াও এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ৩টি নিয়ামকও পূরণ করতে হয় খেলোয়াড়দেরকে। ফিফার এক তদন্তে প্রমাণিত হয়, বার্সেলোনা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের যোগসাজশে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল সময়কাল পর্যন্ত অন্ততঃ ১০ জন খেলোয়াড় অবৈধভাবে দলবদল প্রক্রিয়ায় অংশ নিয়ে পার পেয়ে গেছেন।

(ওআস/পি/এপ্রিল ০২,২০১৪)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test