E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচ শুরু

২০১৫ জানুয়ারি ২৯ ১৭:১৫:৩৯
বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচ শুরু

স্পোর্টস ডেস্ক, ঢাকা : জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া।  সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন, বিটিভি ও ফক্স স্পোর্টস।

‘এ’ গ্রুপের এটি প্রথম ম্যাচ। এই গ্রুপের অপর দল শ্রীলঙ্কা। আজকের ম্যাচে যে দল জয়লাভ করবে সেমিফাইনালে যাওয়ার পথে তারা একধাপ এগিয়ে থাকবে। র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া স্বাগতিক বাংলাদেশের চেয়ে এগিয়ে। কিন্তু ঘরের মাঠে খেলা হওয়ায় কিছুটা বাড়তি সুবিধা পাবে মামুনুল-এমিলিরা। সেই সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। এদিকে টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও বাহরাইন। ইতিমধ্যে সিঙ্গাপুর ও থাইল্যান্ড গোল্ডকাপে অংশ নিতে বাংলাদেশে এসেছে। বাহরাইন ৩০ তারিখ আসবে।

‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে শুক্রবার সিঙ্গাপুর ও থাইল্যান্ড মুখোমুখি হবে। এই ম্যাঠেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়সহ অন্যান্যরা।

(ওএস/পি/জানুয়ারি ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test