E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপে ফাইনালে বহাল থাকলো সুপার ওভার

২০১৫ জানুয়ারি ২৯ ১৭:৪৮:১০
বিশ্বকাপে ফাইনালে বহাল থাকলো সুপার ওভার

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আইসিসি ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দুইদলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করার সিন্ধান্ত নিয়েছিলো। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠে ক্রিকেট বিশ্ব। আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়।

আর তাতেই নটক নড়ে আইসিসির। ফলে তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন তারা। বুধবার আইসিসির নির্বাহী কমিটির সভা বসার আগ পর্যন্ত এমন সিদ্ধান্ত বলবৎ ছিল যে, আসন্ন ২০১৫ বিশ্বকাপের ফাইনালে যদি ম্যাচ কোনোভাবে টাই হয় তবে এ দুই দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

আর চাপের মুখে এ সিদ্ধান্ত থেকে সরে এসে সংস্থাটি নতুন করে ঘোষণা দেয় যে, প্রয়োজন পড়লে আগের ন্যায় সুপার ওভারেই নিষ্পত্তি হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। বুধবার আইসিসির বোর্ড মিটিংয়ের পর আন্তর্জাতিক ক্রীড়া নিয়ন্ত্রক এ সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে যে, এ ফাইনাল ম্যাচে এ বিশ্বকাপেও আগের নিয়ম বহাল থাকবে। অর্থাৎ কোনো ধরনের জটিলতা দেখা দিলে সুপার ওভারের ব্যবহার করে শিরোপা জয়ীদের বের করে আনা হবে।

উল্লেখ্য, ফাইনালের আগে সেমি বা কোয়ার্টার ফাইনালের কোনো ম্যাচ অমিমাংসিত থাকলে পয়েন্টে এগিয়ে থাকা দলই এগিয়ে থাকবে।

(ওএস/পি/জানুয়ারি ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test