E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল থাইল্যান্ড

২০১৫ জানুয়ারি ৩০ ১৯:৩৩:০১
বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল থাইল্যান্ড

স্পোর্টস ডেস্ক, ঢাকা : স্বাগতিক বাংলাদেশ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে হেরে যায়। দ্বিতীয় দিনে ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচে হেরেছে সিঙ্গাপুর। তাদের ৩-২ গোলে পরাস্ত করেছে থাইল্যান্ড। দুটি ভিন্ন দেশের খেলা হলেও মাঠে হাজির হয়েছিল উল্লেখযোগ্য সংখ্যক দর্শক। তাদের কেউ থাইল্যান্ডের পক্ষে গলা ফাটায়। কেউ বা সিঙ্গাপুরের পক্ষে। তবে সিঙ্গাপুরের পক্ষের সমর্থকরাই স্টেডিয়ামে বেশি ছিল। কিন্তু বাংলাদেশের মতো সিঙ্গাপুরও হতাশ করেছে উপস্থিত দর্শকদের।

ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে সিঙ্গাপুর। দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি গোল করে সমতায় ফেরে। কিন্তু ৮০ মিনিটে থাইল্যান্ডের অধিনায়ক নিজের জোড়া গোল পূর্ণ করে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন দলকে। এই ব্যবধান আর কমাতে পারেনি সিঙ্গাপুর। প্রায় সমশক্তির দল হলেও প্রথমার্ধের খেলায় এগিয়ে থাকে থাইল্যান্ড। ৬ মিনিটে সেনসোমাইদ আদিসাক ও ৩০ মিনিটে পার্মপাক পাকর্ন। গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিশ্রামে যায় থাইল্যান্ড। বিরতির পর ৪৯ মিনিটে সিঙ্গাপুরের মোদ ইয়াজিদ গোল করে ব্যবধান কমান। ৫২ মিনিটে তৌফিক বিন সুপার্নো গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর বেশ কিছুক্ষণ আক্রমণ-পাল্টা আক্রমণ চলে। ম্যাচের ৮০ মিনিটে সিঙ্গাপুরের ডি-বক্সের জটলার ভেতর থেকে বল বেরিয়ে আসে। ডি-বক্সের বাইরে দাঁড়িয়ে থাকা থাইল্যান্ডের অধিনায়ক পার্মপাক পাকর্ন বুদ্ধিদীপ্ত শটে বল জালে জড়ান (৩-২)। তার এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এই জয়ের ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে থাইল্যান্ড।

(ওএস/পি/জানুয়ারি ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test