E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারিনের বিকল্প মিলার

২০১৫ জানুয়ারি ৩০ ১৯:৪২:৫৪
নারিনের বিকল্প মিলার

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপের আগে বড়সড় ধাক্কাই খেতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। এমনিতেই বোর্ডের সঙ্গে ঝামেলায় পাকানোয় বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি ডোয়াইন ব্রাভো ও কিরণ পোলার্ডের। এই ধকল সামলে উঠতে না উঠতেই দলের সেরা স্পিনার সুনিল নারিনকে নিয়ে তাদের শুনতে হলো দুঃসংবাদ।

বোলিং অ্যাকশন নিয়ে নিজের ওপর আত্মবিশ্বাস না থাকায় বিশ্বকাপ স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নারিন। এরপর তার বিকল্প খুঁজতে মরিয়া হয়ে ওঠেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তারা। ইতিমধ্যে তার বদলি খেলোয়াড় তারা পেয়ে গেছেন। বিশ্বকাপে নারিনের বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে নিকিতা মিলারকে। মিলার একজন ডানহাতি অফস্পিনার। জ্যামাইকায় জন্ম নেওয়া এই ক্রিকেটারের বয়স ৩২ বছর। ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের জার্সি গায়ে ৪৫টি ওয়ানডে খেলেছেন। বল হাতে নিয়েছেন ৪০ উইকেট। একটি টেস্ট খেললেও কোনো উইকেটের দেখা পাননি মিলার। ৯টি টি-টোয়েন্টি খেলে ঝুলিতে জমা করেছেন ১১ উইকেট।

ক্রিকেট বিশ্বকে চমক দেওয়াই যেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের কর্তাদের কাজ! যেমন- সবাইকে চমকে দিয়ে ২১ বছরের জেসন হোল্ডারকে করা হলো বিশ্বকাপের অধিনায়ক। নারিনের বিকল্প হিসেবে খুঁজে বের করা হলো নিকিতা মিলারকে! ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, সুলেমান বেন, ড্যারেন ব্রাভো, জনাথন কার্টার, সেলডন কটরেল, ক্রিস গেইল, নিকিতা মিলার, দিনেশ রামদিন, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেন্ডন সিমন্স, ডোয়াইন স্মিথ ও জেরম টেলর।

(ওএস/পি/জানুয়ারি ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test