E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবার আলোচনায় ২০১১ ক্রিকেট বিশ্বকাপ

২০১৪ এপ্রিল ০২ ১৯:২৯:০৭
আবার আলোচনায় ২০১১ ক্রিকেট বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : যুক্তরাজ্যের ডেইলি মেইল জানিয়েছিল, ২০১১ ক্রিকেট বিশ্বকাপের কিছু ম্যাচে ফিক্সিং হয়েছে। সংবাদ মাধ্যমের অনুসন্ধানী প্রচেষ্টা এখন আলোর মুখ দেখছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (আকসু) আমলে নিয়েছে প্রকাশিত প্রতিবেদনগুলো।

ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে ২০১১ অনুষ্ঠিত হয়েছিল এ বিশ্বকাপ আসর। ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জয় করেছিল। সেই বিশ্বকাপের কয়েকটি ম্যাচ ফিক্সিং হয়েছে বলে অভিযোগ আগেও ছিল। এবার ব্যাপারটি আরও জোরালো হয়েছে।


মেইলের ওয়েবসাইটে জানানো হয়েছে, আকসু অতি গোপনীয় একটি রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টে ইঙ্গিত রয়েছে যে, ২০১১ বিশ্বকাপের ম্যাচে ফিক্সিং হয়েছে।

আকসু মনে করছে, ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িতরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তাদের আধিপত্য দেখিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ফিক্সিং হয়েছে। আকসু ৪৭০টি ম্যাচ নিয়ে সংশয় প্রকাশ করেছে। তবে প্রাকটিস সেশনও বাদ পড়েনি। ২০০টি প্রাকটিস সেশনের বর্ণনা রিপোর্টে রয়েছে।

(ওএস/পি/এপ্রিল ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test