E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্রামের পর যথারীতি অনুশীলনে শেখ রাসেল

২০১৫ ফেব্রুয়ারি ০৯ ১৯:২২:৩৭
বিশ্রামের পর যথারীতি অনুশীলনে শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক, ঢাকা : তাজিকিস্তানের ক্লাব খাইর ভাহদাতের বিপক্ষে এএফসি কাপের প্রিলিমিনারি ম্যাচ খেলতে শনিবার সেখানে পৌঁছেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড় কোচ ও কর্মকর্তাগণ। দীর্ঘ ২২ ঘণ্টার ভ্রমণ ক্লান্তি ও শৈত্যপ্রবাহের কারণে প্রথমদিন বিশ্রামে কাটায় পুরো দল। একদিন বিশ্রামের পর প্রথম অনুশীলন করল শেখ রাসেল ক্রীড়া চক্র। রাজধানী দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে দুপুরে অনুশীলন করে পুরো দল।

রবিবার স্থানীয় সময় দুপুর ৩ টায় ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেন ফুটবলাররা। আর্টিফিসিয়াল টার্ফে শিষ্যদের পাসিং ও ফিনিশিং-এ বাড়তি জোর দেন কোচ দ্রাগান দুকানোভিচ। জাতীয় দলে থাকায় ৭ ফুটবলার বাদে মাত্র ১৪ ফুটবলার নিয়েই দুশানবে আসে দল। সোমবার সকালে দলের সঙ্গে যোগ দেবেন জাতীয় দলের ফরোয়ার্ড মিঠুন চৌধুরী ও উইঙ্গার তপু বর্মণ। ১০ ফেব্রুয়ারি খাইরের বিপক্ষে ম্যাচের আগের দিন শেষ অনুশীলন করবে শেখ রাসেল। এদিন দুই দল নিয়ে সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ খাইর ভাহদাত তাজিক লিগের বর্তমান রানার্স-আপ। দলটিতে একজন ইউক্রেনিয়ান, লাটভিয়ান ও কিরগিজ ফুটবলার রয়েছেন। তাজিকিস্তান জাতীয় দলের দুজন ও অলিম্পিক টিমের ৩ জন খেলছেন এই দলে।

শেখ রাসেল কোচ কৌশল সাজাচ্ছেন তিন বিদেশি নাইজেরিয়ান এনকোচা কিংসলে, জ্যামাইকান আকিম প্রিস্টলি ও বসনিয়ান বোজান প্যাট্রিককে নিয়ে। তবে ইনজুরির কারণে শঙ্কায় রয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালী ফয়সাল।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ও বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচ।

(ওএস/পি/ফেব্রুয়ারি ০৯, ২০১৫)

স্পোর্টস ডেস্ক, ঢাকা : তাজিকিস্তানের ক্লাব খাইর ভাহদাতের বিপক্ষে এএফসি কাপের প্রিলিমিনারি ম্যাচ খেলতে শনিবার সেখানে পৌঁছেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড় কোচ ও কর্মকর্তাগণ। দীর্ঘ ২২ ঘণ্টার ভ্রমণ ক্লান্তি ও শৈত্যপ্রবাহের কারণে প্রথমদিন বিশ্রামে কাটায় পুরো দল। একদিন বিশ্রামের পর প্রথম অনুশীলন করল শেখ রাসেল ক্রীড়া চক্র। রাজধানী দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে দুপুরে অনুশীলন করে পুরো দল।

রবিবার স্থানীয় সময় দুপুর ৩ টায় ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেন ফুটবলাররা। আর্টিফিসিয়াল টার্ফে শিষ্যদের পাসিং ও ফিনিশিং-এ বাড়তি জোর দেন কোচ দ্রাগান দুকানোভিচ। জাতীয় দলে থাকায় ৭ ফুটবলার বাদে মাত্র ১৪ ফুটবলার নিয়েই দুশানবে আসে দল। সোমবার সকালে দলের সঙ্গে যোগ দেবেন জাতীয় দলের ফরোয়ার্ড মিঠুন চৌধুরী ও উইঙ্গার তপু বর্মণ। ১০ ফেব্রুয়ারি খাইরের বিপক্ষে ম্যাচের আগের দিন শেষ অনুশীলন করবে শেখ রাসেল। এদিন দুই দল নিয়ে সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ খাইর ভাহদাত তাজিক লিগের বর্তমান রানার্স-আপ। দলটিতে একজন ইউক্রেনিয়ান, লাটভিয়ান ও কিরগিজ ফুটবলার রয়েছেন। তাজিকিস্তান জাতীয় দলের দুজন ও অলিম্পিক টিমের ৩ জন খেলছেন এই দলে।

শেখ রাসেল কোচ কৌশল সাজাচ্ছেন তিন বিদেশি নাইজেরিয়ান এনকোচা কিংসলে, জ্যামাইকান আকিম প্রিস্টলি ও বসনিয়ান বোজান প্যাট্রিককে নিয়ে। তবে ইনজুরির কারণে শঙ্কায় রয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালী ফয়সাল।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ও বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচ।

(ওএস/পি/ফেব্রুয়ারি ০৯, ২০১৫)কন্যাভাগ্য ভালো না ধোনির!

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test