E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্রুইফই থাকছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ

২০১৫ ফেব্রুয়ারি ০৯ ২০:৩৪:১৩
ক্রুইফই থাকছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : চুক্তি অনুযায়ি মেয়াদ শেষ হয়ে গেলেও ক্রুইফই থাকছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ। সোমবার দেশের ফুটবল দলের সাম্প্রতিক সাফল্যে কোচের প্রতি মুগ্ধ বাফুফে সভাপতি কাজী সালাহ উদ্দিন। তিনি জানান, ক্রুইফই থাকছেন বাংলাদেশ দলের দ্বায়িত্বে। বুধবার দেশ ছেড়ে গেলেও মার্চে আবারও আসছেন তিনি। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের কোচের দ্বায়িত্ব পালন করবেন ক্রুইফ।

এ বিষয়ে ক্রুইফ বলেন, তিনি বাফুফের সকল শর্তে রাজি আছেন। অফিসিয়াল ভাবে যোগাযোগ করলে তিনি বাংলাদেশের সাথে কাজ করবেন। প্রসঙ্গত, এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০১৬ এর বাছাই পর্বের পশ্চিম অঞ্চলের ‘ই’ গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশে।

এ টুর্নামেন্ট শুরুর ১২ দিন আগে থেকেই ক্রুইফ দলটির দ্বায়িত্ব গ্রহণ করবেন। বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম মনে করেন ক্রুইফই যোগ্য। এ সম্পর্কে তিনি বলেন, ক্রুইফ এ দলটি সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত আছেন। তিনি দলের প্রত্যেক সদস্যকে চেনেন। তিনি জানেন কার কি অবস্থা। তাই আমার মনে হয়, এ কোচ আমাদের জন্য ভালো হবে।

(ওএস/পি/ফেব্রুয়ারি ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test