E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণভবনে ফুটবলারদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০১৫ ফেব্রুয়ারি ১০ ১৮:২৭:৪৬
গণভবনে ফুটবলারদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ১৯৯৯ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের শেষ আসর বসেছিল। ১৬ বছর পর গেল ২৯ জানুয়ারি আয়োজিত হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। এই টুর্নামেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশ।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ইনজুরি টাইমের গোলে ৩-২ ব্যবধানে হেরে শিরোপা জয়ের স্বপ্ন অধরাই রয়ে যায়। মাঠে বাংলাদেশ যে পারফরম্যান্স করেছে তাতে মুগ্ধ হয়েছেন ফুটবলপ্রেমীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ হয়েছেন। হারলেও খেলোয়াড়দেরসান্ত্বনা দিয়েছেন। কেবল সান্ত্বনা নয়, বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের গণভবনে আমন্ত্রণ জানাতে যাচ্ছেন তিনি। খেলোয়াড়দের পুরস্কৃতও করতে পারেন প্রধানমন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের গণভবনে আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করতে বলেছেন।

এ বিষয়ে আরিফ খান জয় বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে খেলোয়াড়দের গণভবনে আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করতে বলেছেন। সময় সুযোগ করে আমরা খেলোয়াড়দের আমন্ত্রণ জানাব। আমার মনে হয় প্রধানমন্ত্রী তাদের পুরস্কৃতও করবেন।’

(ওএস/পি/ফেব্রুয়ারি ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test