E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে জুনায়েদ

২০১৫ ফেব্রুয়ারি ১০ ১৮:৪৪:১১
দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে জুনায়েদ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : পাকিস্তানের ক্রিকেটে একটা রীতি আছে। যখন কোন ক্রিকেটার খারাপ খেলে কিংবা দল থেকে বাদ পড়ে তখন তারা মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। পরবর্তীতে তারা তাদের এই ভঙ্গুর মানসিকতাকে চাঙ্গা করার জন্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যাতে মানসিক ভাবে নিজেদেরকে সচল রেখে পরবর্তীতে আরো ভালো খেলতে পারেন। জুনায়েদ খান ও এর ব্যাতিক্রম নয়।

সময়টা তেমন ভালো যাচ্ছিল না পাকিস্তানি পেস বোলিং এর অন্যতম শক্তি জুনায়েদ খানের । যার ফলপ্রসুতিতে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন কয়েকদিন আগেই । কিছুটা মানসিক ভাবে ভেঙ্গেও পড়েছেন তিনি । কিন্তু ক্রিকেটীয় রক্ত যার শরীরে বয় সে কি দমে থাকার মত ? আবার জাতীয় দলে ফিরতে মরিয়া জুনায়েদ খান এবার মাঠের খেলার বাইরে জীবনের খেলায় নতুন ইনিংস শুরু করলেন । বিয়ে করে ফেললেন জুনায়েদ । কনে ইংল্যান্ড প্রবাসী 'খানাসা খান' । স্থানীয় সময় বিকাল ৩ টায় জুনায়েদ খানের গ্রামের বাড়ি দাগাই মাঠরা তে তার বন্ধু-বান্ধব , ক্রিকেটার এবং গ্রামের লোকজনের উপস্থতিতে অনুষ্ঠিত হয় জুনায়েদ এবং খানাসার বিয়ে ।

ইংল্যান্ড এ বসবাসকারী মেয়ে খানাসার সাথে ৬ মাস আগেই জুনায়েদ খান এর আংটি বদল হয় । তার ই পূর্ণতা পেল গতকাল বিবাহ বন্ধনের মাধ্যমে । ১৭ বছর বয়সী খানাসা ইংল্যান্ডের ব্রাডফোর্ডে সেখানকার ই একটা কলেজে লেখাপড়া করেন । জুনায়েদের বাবার ব্যাবসায়ীক পার্টনার ছিলেন খানাসার বাবা। সেই সূত্র ধরে পারিবারিক ভাবেই জুনায়েদ এবং খানাসার আংটি বদল হয়েছিল গতবছরের জুন মাসে ।

স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলা জানা যায় , বিয়ের কাজ সম্পন্ন করে জুনায়েদ তার স্ত্রী খানাসাকে নিয়ে সৌদি আরব যাবেন ওমরা হজ্জ করতে । হজ্জ শেষে পুরো দমে নেমে পড়বেন প্রাকটিস এ । তখন জাতীয় দলে সুযোগ লক্ষ্য পাওয়াই হবে তার প্রথম লক্ষ্য!

(ওএস/পি/ফেব্রুয়ারি ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test