E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে জিম্বাবুয়ের কাছে হেরে গেল শ্রীলঙ্কা

২০১৫ ফেব্রুয়ারি ১১ ১২:৪৭:০৫
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে জিম্বাবুয়ের কাছে হেরে গেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে অঘটনের শিকার হলো ওয়ানডের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে লঙ্কানরা। টসে জিতে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা ৮ উইকেটে ২৭৯ রান করে। জবাবে ৭ উইকেট ও ২৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের জয়ের নায়ক হ্যামিলটন মাসাকাদজা। ১১৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটসম্যান। বুধবার লিনক্লন ওভালে শ্রীলঙ্কার দেওয়া ২৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি জিম্বাবুয়ের। মাত্র ৩৫ রানেই দুই ওপেনারকে হারায় তারা। তৃতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে জয়ের স্বপ্ন দেখান মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। দলীয় ১৬২ রানে টেলর ব্যক্তিগত ৬৩ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন মাসাকাদজা। চতুর্থ উইকেটে শন উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন মাসাকাদজা। আর এই দুজনের ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটিতেই দারুণ এক জয় তুলে নেয় ডেভ হোয়াটমোরের শিষ্যরা। ৮ চার ও ৩ ছক্কায় ১১৯ বলে ১১৭ রানে অপরাজিত থাকেন মাসাকাদজা। ৪৬ বলে ৭ চারের সাহায্যে অপরাজিত ৫১ রান করেন উইলিয়ামস।

প্রস্তুতি ম্যাচ হওয়ায় ১৫ জনের স্কোয়াডে থাকা যেকোন ক্রিকেটারকেই খেলাতে পারে টিম ম্যানেজম্যান্ট। জিম্বাবুয়েকে আটকাতে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ৯ জন বোলার ব্যবহার করেন! তবুও নিজেদের পরাজয় রুখতে পারেননি ম্যাথুস! এর আগে ৮ উইকেটে ২৭৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন দিমুথ করুণারত্নে। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান আসে জেভান মেন্ডিসের ব্যাট থেকে। এ ছাড়া মাহেলা জয়াবর্ধনে ও লাহিরু থিরিমান্নে ৩০ করে রান করেন। জিম্বাবুয়ের পক্ষে শেন উইলিয়ামস ৩৫ রানে ৩ উইকেট নেন। শ্রীলঙ্কা তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ কাছে ৫ উইকেটে হেরেছিল। আর এবার জিম্বাবুয়ের কাছেই হেরে বসল। বিশ্বকাপের মূল লড়াইয়ের ৪৮ ঘন্টা আগে অঘটনের শিকার হলো সাবেক চ্যাম্পিয়নরা!

(ওএস/পি/ফেব্রুয়ারি ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test