E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউজিল্যান্ডের কাছে হেরে গেল দ.আফ্রিকা

২০১৫ ফেব্রুয়ারি ১১ ১২:৫৮:২১
নিউজিল্যান্ডের কাছে হেরে গেল দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে বাস্তবতার জমিনে নামিয়ে আনল নিউজিল্যান্ড। বুধবার ক্রাইস্টচার্চের হাগলি ওভালে বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে প্রোটিয়াদের ১৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্রেন্ডন ম্যাককুলামের নেতৃত্বাধীন ব্লাক ক্যাপসরা।

এদিন ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট নেয় নিউজ্যিলান্ড। দলটির পক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে কেউ পৌঁছাতে পারেননি। কিন্তু নির্ধারিত ৫০ ওভার শেষে ব্লাক ক্যাপসদের নামের পাশে স্কোরবোর্ডে ৮ উইকেটে ৩৩১ রান জমে তাদের একাট্টা প্রচেষ্টার ফলে। মার্টিন গাপটিল ২৬, ব্রেন্ডন ম্যাককুলাম ৫৯, কেন উইলিয়ামসন ৬৬, রস টেলর ৪১, গ্রান্ট এলিয়ট ২৪, কোরি অ্যান্ডারসন ২১, লুক রঞ্চি ১৯, ড্যানিয়েল ভেট্টোরি ২৭ ও নাথান ম্যাককুলামের অপরাজিত ৩৩ রানের সৌজন্যে। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট নেন ভেরন ফিলান্ডার, কাইল অ্যাবট ও ওয়েইন পারনেল। অ্যারন ফাসিঙ্গো ও জেপি ডুমিনিও একটি করে শিকার করেছেন।

এরপর ৩৩২ রানের বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকার ইনিংস। দলটির চার ব্যাটসম্যান কেবলমাত্র দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ট্রেন্ট বোল্টের তোপে মাত্র ৪৪.২ ওভারে ১৯৭ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। লক্ষ্য থেকে ১৩৪ রান দূরে থাকতেই। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন জেপি ডুমিনি। ৫৭ রান করেছেন পেসার ভেরন ফিলান্ডার। ২৪ রান করেছেন দুরন্ত ফর্মে থাকা এবি ডি ভিলিয়ার্স। ১১ এসেছে ওপেনার কুইন্টন ডি ককের ব্যাট থেকে। ৫১ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়েছেন কিউই পেসার বোল্ট। দুটি করে উইকেট গেছে ড্যানিয়েল ভেট্টোরি ও মিশেল মেকক্লেনগানের দখলে।

(ওএস/পি/ফেব্রুয়ারি ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test