E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরাজয় পিছু ছাড়ছে না বাংলাদেশের

২০১৫ ফেব্রুয়ারি ১২ ১৪:৩২:৩০
পরাজয় পিছু ছাড়ছে না বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, ঢাকা : শেষ ভালো যার, সব ভালো তার। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াতে প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে যখন ম্যাচটি জিততে গিয়েও পরাজিত হলো, তখন শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপের মূল পর্ব শুরু করবে তা নিয়ে কারো কোন সন্দেহ ছিলো না। কিন্তু কে জানতো ও’বেরন ভাইদের বিপক্ষে চার উইকেটের বড় ব্যবধানে পরাজিত হবে মাশরাফির বাংলাদেশ। তাই শেষটাও ভালো হলো না।

বাংলাদেশের দেওয়া ১৯০ সহজ টার্গেটে খেলতে নেমে ৩.১ ওভারে চার উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পোর্টারফিল্ডরা। তবে টার্গেট ছোট হলেও প্রথম থেকে তাদেরকে বেশ চাপে রাখে বাংলাদেশ। টাইগার বোলাররা নিজেরাও যেমন চাপে ছিলেন, তেমনি চাপে রেখেছিলেন তাদেরকে। দলীয় ৭৮ রানে চারটি উইকেট পড়ে যাওয়ায় হয়তো এই অল্প রান নিয়েও হতে পারতো ভালো কিছু। কিন্তু অ্যান্ডি বালবির্নির অপরাজিত ৬৩ রানের ইনিংস আয়ারল্যান্ডের জয় আটকাতে পারেনি। আইরিশ দলের পক্ষে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রান। এছাড়াও ইড জয়সির ব্যাট থেকে আসে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। টাইগারদের পক্ষে দুইটি উইকেট নেনে তাইজুল। এছাড়া মাশরাফি,সাকিব, আল-আমিন , নাসির প্রত্যেকে একটি করে উইকেট তুলে নেন।

এর আগে সিডনির ওই মাথে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাথায় আয়ারল্যান্ড। ব্যাট হাতে নেমেই বিপাকে পড়ে তামিমরা। দুই আইরিশ বোলার জন মুনি এবং ম্যাক্স সরেনসেনের সামনে দাড়াতেই পারেনি বাংলাদেশ। ফলে ৪৮.২ ওভারে ১৮৯ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ইনজুরি কাটিয়েই পাকিস্তানের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলা তামিম ইকবাল এদিন মাত্র চার রান করেই আউট হন। তবে টাইগারদের মধ্যে ব্যাট হাতে হাতে আজ একটু সবল ছিলেন নবাগত সোম্য সরকার। তিনি করেন ৪৫ রান। আরেক ওপেনার আনামুল হক বিজয় খেলেন ২৫ রানের ইনিংস। অন্যদিকে, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যাট থেকে আসে ২২ রানের ইনিংস। জন মুনি এবং সরেনসেন প্রত্যেকে দুইটি করে উইকেট তুলে নিয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্বের বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

(ওএস/পি/ফেব্রুয়ারি ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test