E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার বিশ্বকাপেও ভারতের বিপক্ষে জয়বঞ্চিত থাকবে পাকিস্তান!

২০১৫ ফেব্রুয়ারি ১৪ ১৬:১০:৪৪
এবার বিশ্বকাপেও ভারতের বিপক্ষে জয়বঞ্চিত থাকবে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপে আরেকটি পাক-ভারত দ্বৈরথের আগে কিংবদন্তি ইনজামাম উল হকের প্রধান ভয় পাকিস্তান দলের এক ঝাঁক তরুণের অনভিজ্ঞতা। রবিবার ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় দিনে গ্রুপ ‘বি’-এর খেলায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এমনতিতে দুই দলের সামগ্রিক লড়াইয়ে ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিসের দেশ এগিয়ে থাকলেও বিশ্বকাপে এখনো জয়বঞ্চিত পাকরা। পাঁচ সম্মুখ সমরের পাঁচটিতেই বিজয়ীর বেশ ‘টিম ইন্ডিয়া’র। এবার পুরনো সেই কুফা কাটানোর চ্যালেঞ্জ মিসবাহ উল হক বাহিনীর।

পাক-ভারত ম্যাচ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে ইনজি বলেন, ‘বিশ্বকাপে দু দলের আগের পাঁচটি ম্যাচের দিকে তাকালে দেখবেন সবগুলো ম্যাচই খুব ক্লোজ ছিল। আমরা সহজে তাদেরকে ছেড়ে দেইনি। সিডনিতে ২১৭ রান তাড়া করতে পারিনি আমরা। ব্যাঙ্গালোরে সাঈদ আনোয়ার ও আমির সোহেলের ভালো সূচনার পরও ২৮৮ ছুঁতে পারিনি আমরা।’

কিং অব মুলতান সংযুক্তি হিসেবে আরো যোগ করেন, ‘ম্যানচেস্টারেও সেই ব্যাটিং ব্যর্থতার উপাখ্যান। ২২৭ রান তাড়া করতে ব্যর্থ আমরা। সেঞ্চুরিয়ানে ২৭৭ রান সংগ্রহ করি আমরা। কিন্তু শচীন টেন্ডুলকারের কাছে আমাদের বিখ্যাত পেস ব্যাটারি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও শোয়েব আকতারদের হার মানতে হয়। সেই তুলনায় এবার আমাদের বোলিং লাইনআপ অনেক আনকোরা। যা বড় টুর্নামেন্টের জন্য বড় একটি সমস্যা।’

(ওএস/পি/ফেব্রুয়ারি ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test