E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন ইতিহাস গড়ে বিশ্বকাপে নতুন রুপে ব্লাক ক্যাপসরা

২০১৫ ফেব্রুয়ারি ১৪ ১৬:১৮:৩৭
নতুন ইতিহাস গড়ে বিশ্বকাপে নতুন রুপে ব্লাক ক্যাপসরা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ক্রাইস্টচার্চের হাগলি ওভালে রান সংগ্রহে নতুন ইতিহাস গড়লো নিউজিল্যান্ড। শনিবার ২০১৫ বিশ্বকাপের উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের ভেন্যুটিতে নিজেদের ওডিআই ইতিহাসে সর্বোচ্চ ৩৩১ রান সংগ্রহ করেছে ব্লাক ক্যাপসরা। এজন্য ছয় উইকেট খরচ করতে হয় তাকে। আগে একই ভেন্যুতে কিউইদের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২১৯ রান। সেটাও এই লঙ্কানদের বিপক্ষেই।

মোট হিসেবের খেরোখাতায় নিউজিল্যান্ড অবশ্য সবার ওপরে নয়। ২০১৪ সালে ২৩ জানুয়ারি ক্রাইস্টচার্চে সর্বোচ্চ রান সংগ্রহের কৃতিত্ব দেখায় স্কটিশরা। কানাডার বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ৩৪১ রান সংগ্রহ করেছিল তারা। ভেন্যুটির তৃতীয় সর্বোচ্চ ২৬১ রানও স্কটল্যান্ডের। এরপর চতুর্থ স্থানে থাকবে কেনিয়া (২৬০), পঞ্চম স্থানে নিউজিল্যান্ড (২১৯), ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা (২১৮) ও সপ্তম স্থানে কানাডা (১৭১)।

(ওএস/পি/ফেব্রুয়ারি ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test