E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১ম ম্যাচেই শিরোপার আভাস দিল অস্ট্রেলিয়া

২০১৫ ফেব্রুয়ারি ১৪ ১৭:১৯:৩৯
১ম ম্যাচেই শিরোপার আভাস দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, ঢাকা : এ কেমন হার? বিশ্বকাপ শুরুর দিনেই বড় ব্যাবধানে হেরে যেন কলঙ্কের তিলক মাথায় নিল ইংলিশরা। ইংলিশ বোলার স্টিভেন ফিন যে হ্যাটট্রিক করেছেন সে মর্যাদা রাখতে পারল না ইল্যান্ড। চিরপ্রতিদ্বদ্বীদের কাছে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হলো তারা। অস্ট্রেলিয়া যেভাবে যাত্রা শুরু করেছে তাতে তারা শিরোপারই আভাস দিলেন।

ব্যাটিংয়ে নেমে তারা ৩৪২ রানের বিশাল টার্গেট দেয় ইংলিশদের। আর এ টার্গেটের বিপরীতে ব্যাট করতে নেমে অসহায় ভাবে আত্মসমর্পণ করেন তারা। মিসেল মার্শ একাই নেন ৫ উইকেটে। স্টার্ক ও জনশন ২ টি করে উইকেট নেন। তবে টেইলর এ ম্যাচে জ্বলে উঠেছেন। তিনি সেঞ্চুরি না করলেও দলের পক্ষে একমাত্র হাফ সেঞ্চুরি ৯৮ রান করেন। তবে দল হেরে যায় ১১২ রানের বিশাল ব্যবধানে।

এ নিজেদের প্রথম ম্যাচ হিসাবে পরবর্তী ম্যাচগুলোতে চাপে থাকবে হবে ইংল্যান্ডকে। কেননা ইংল্যান্ড এর আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছেও হেরে গেছে। অন্যদিকে জয়রথে আছে অস্ট্রেলিয়া। এর আগে অপরাজিত থেকে শিরোপা জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। এবারও সবাই বিশেষ দৃষ্টি রাখবে অস্ট্রেলিয়ার দিকে।

(ওএস/পি/ফেব্রুয়ারি ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test