E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩৪০ রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে

২০১৫ ফেব্রুয়ারি ১৫ ১৩:৪৬:৫৬
৩৪০ রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : রবিবার হ্যামিল্টনের সেডন পার্কে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েও স্কোরবোর্ডে চার উইকেটে ৩৩৯ রান জমিয়েছে আফ্রিকার পাওয়ার হাউস দক্ষিণ আফ্রিকা। খুনে সেঞ্চুরি হাঁকিয়েছেন দলটির অলরাউন্ডার ডেভিড মিলার। ১৩৮ রান করে অপরাজিত ছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান। ১১৫ রানের দাপুটে ইনিংস উপহার দিয়েছেন জেপি ডুমিনিও।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে ওপেনার কুইন্টন ডি ককের (৭) উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ১০ রানের মাথায় তেনদাই চাতারার বলে আউট হন তিনি। দ্রুত বিদায় নেন আরেক ওপেনার হাশিম আমলাও (১১)। স্কোরবোর্ডে ৮৩ রান তুলতে নেই ফ্যাফ ডু প্লেসিস ও এবি ডি ভিলিয়ার্সের উইকেটও। প্লেসিস ২৪ আর ভিলিয়ার্স ২৫ রান করে আউট হন। ফলে বেকায়দায় পড়ে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ওই অবস্থা থেকেই কাউন্টার অ্যাটাক করে প্রোটিয়াসরা। পঞ্চম উইকেটে ডুমিনি ও মিলারের ২৫৬ রানের জুটি রানের পাহাড় উপহার দেয় রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের।

৪৬ ওভারের শেষ বলে মাত্র ৮১ বলে সেঞ্চুরির ল্যান্ডমার্ক স্পর্শ করেন মিলার। তিন চার ও ছয় ছক্কায় বিশ্বকাপে নিজের প্রথম আর মহাযজ্ঞের দ্বিতীয় সেঞ্চুরি করেন প্রোটিয়া ব্যাটসম্যান। ইনিংস শেষে যিনি ৯২ বলে ১৩৮ রানে অবিচ্ছিন্ন ছিলেন। অন্যদিকে সেঞ্চুরি হাঁকানো ডুমিনি ১০০ বলে নয় চার ও তিন ছয়ে ১১৫ রান করে মাঠ ছাড়েন। জিম্বাবুয়ের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন তেনদাই চাতারা, এলটন চিগম্বুরা, তিনাশে পানিয়াঙ্গারা ও তাফাদজাওয়া কামুনগোজি।

দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ফারহান বেহারডিয়েন, ভ্যারন ফিলান্ডার, ডেল স্টেইন, ইমারন তাহির ও মরনে মরকেল।

জিম্বাবুয়ে দল: চামু চিবাবা, সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর, শিন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, এলটন চিগম্বুরা, সোলোমন মায়ার, তিনাশে পানিয়াঙ্গারা, তেনদাই চাতারা ও তাফাদজাওয়া কামুনগোজি।

(ওএস/পি/ফেব্রুয়ারি ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test