E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ

২০১৫ ফেব্রুয়ারি ১৬ ১২:০৫:১৭
জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপের আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে জোড়া হার।এরপর ওয়ার্মআপ ম্যাচেও ভাগ্য বদলায়নি। সেই হারের কানাগলিতেই বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের পর আইরিশদের বিপক্ষে লজ্জা পাওয়া। কিন্তু তারপরও মহাযজ্ঞের ‘সারপ্রাইজ প্যাকেজ’ আফগানিস্তানের  বিপক্ষে জয় দিয়েই ২০১৫ বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ।

বিষয়টি নিয়ে বাংলাদেশ দলের কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে বলেন, ‘বিশ্বকাপে অনেক চাপ থাকে। আর প্রথম ম্যাচ হলে তো কথাই নেই। কারণ প্রত্যেকটি দলই কিছুটা নার্ভাস থাকে। আমরাও কিছুটা টেনশনে আছি। তবে ভালো কিছুরই প্রত্যাশা করছি। আমার মনে হয় কিছুটা টেনশনে থাকা আদতে ভালোই। তা প্রতিপক্ষ যেই হউক। আসলে কোন দলের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করছেন এটা গুরুত্বপূর্ণ নয়, বরং জয়ে শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যেভাবে ভালো করা যায় তার দিকে নজর আমাদের। যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি, তাহলে সূচনাটা ভালোই হবে।’

বিশ্বকাপে মাঠে নামার আগে প্রস্তুতি এবং ওয়ার্মআপ ম্যাচের হার নিয়ে মাশরাফি মুর্তজাদের কোচ বলেন, ‘ওই ম্যাচগুলোতে হার আদর্শ কোনো কিছু নয়। এটা আপনার মনকে অবিশ্বাসী করে তুলবে। কিন্তু এর মাঝে খেলোয়াড়দের এই কন্ডিশনে মানিয়ে নেয়ার টোটকা দেয়ার চেষ্টা করেছি আমরা। প্রস্তুতি নিয়েও অসন্তোষ নেই আমার।’

(ওএস/পি/ফেব্রুয়ারি ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test