E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইপিএল ৮ম আসরের সবচেয়ে দামি খেলোয়াড় যুবরাজ

২০১৫ ফেব্রুয়ারি ১৬ ১৯:০২:১১
আইপিএল ৮ম আসরের সবচেয়ে দামি খেলোয়াড় যুবরাজ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : রঞ্জি ট্রফিতে সেঞ্চুরির হ্যাটট্রিক করেও ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি যুবরাজ সিংয়ের। তবে তার গুরুত্ব যে এখনো কমেনি, তা আরেকবার প্রমাণ হলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন যুবরাজ। রেকর্ড ১৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। সোমবার আইপিএল ২০১৫-এর প্রথম পর্বের নিলামে যুবরাজকে দলে ভেড়ায় দিল্লি ডেয়ারডেভিলস। আইপিএলের গত মৌসুমেও সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন যুবরাজ। সেবার ১৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালোর। এবার আগের রেকর্ড নিজেই ভেঙে দিলেন যুবরাজ।

আইপিএলের গত মৌসুম পর্যন্ত তিন দলের হয়ে ৮৪ ম্যাচ খেলে ১ হাজার ৮৫১ রান করেছেন যুবরাজ। সেঞ্চুরি না থাকলেও ফিফটি আছে ৮টি। ছক্কা হাঁকিয়েছেন ১১০টি, চার মেরেছেন ১২৯টি। এ ছাড়া বল হাতে ৩৪টি উইকেটও আছে যুবরাজের দখলে। সোমবার প্রথম পর্বের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ ১০.৫ কোটি রুপিতে দিনেশ কার্তিককে দলে টানে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালোর। এছাড়া, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুউসকে ৭.৫ কোটি রুপিতে কিনে নিয়েছে যুবরাজের দল দিল্লি ডেয়ারডেভিলস।

(ওএস/পি/ফেব্রুয়ারি ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test