E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সামি-মুনির জরিমানা

২০১৫ ফেব্রুয়ারি ১৬ ১৯:৫৮:২৪
সামি-মুনির জরিমানা

স্পোর্টস ডেস্ক, ঢাকা :  বাজে ভাষা ও অশালীন অঙ্গভঙ্গীর জন্য জরিমানার শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ড্যারেন সামি ও আয়ারল্যান্ডের বোলার জন মুনি। ম্যাচ ফির ৩০ শতাংশ অর্থ জরিমানা হিসাবে দিতে হবে তাদের।

সোমবার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। যেখানে বিস্ময়জাগানিয়া এক জয় পায় আইরিশ শিবির। ওয়েস্টইন্ডিজকে তারা হারিয়েছে চার উইকেটে। ওয়েস্ট ইন্ডিজের করা সাত উইকেটে ৩০৪ রানের জবাবে ২৫ বল হাতে রেখেই ছয় উইকেটে ৩০৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। আইরিশদের ইতিহাস গড়া ম্যাচে চলতি বিশ্বকাপে জরিমানা শিকারের ঘটনাও প্রথম।

যদিও ঘটনা দুটি পৃথক। প্রথম ইনিংসের ৩৪তম ওভারে ব্যাট করার সময় বাজে শব্দ উচ্চারণ করেন ড্যারেন সামি। আর আইরিশ বোলার মুনি বেশকয়েকবার উচ্চারণ করেছেন বাজে শব্দ। ৪৫ তম ওভারে এক ফিল্ডার ক্যাচ ফেলে দিলে অশালীন আচরণ করেন মুনি, যা আইসিসির লেভেল ১, আর্টিক্যাল ২.১.৪ ধারার বিপরীত।

ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেয়া তথ্য অনুযায়ী জরিমানা করা হয় দুই ক্রিকেটারকে।

(ওএস/পি/ফেব্রুয়ারি ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test