E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

২০১৫ ফেব্রুয়ারি ১৮ ১৬:৫৪:৫৬
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের ৫ম আসরে শুভ সূচনা করলো বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের বড় জয় পেয়েছে তারা।

এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে সাকিবের ৬৩ আর মুশফিকের ৭১ রানের উপর ভর করে ২৬৭ রান তুলে বাংলাদেশ। তামিম ও বিজয়ের উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। আশরাফের বলে আউট হওয়ার আগে ১৯ রান করেন তামিম। দলের স্কোরবোর্ডের সাথে আর ৫ রান যোগ করতেই আশরাফের বলে এলবিডল্ডিউর ফাঁদে পড়েন ২৯ রান করা আরেক ওপেনার এনামুল বিজয়।

এরপর ৫০ রানের জুটি গড়ে দলের হাল ধরেন সৌম্য আর মাহমুদউল্লাহ। ২৮ রানে সৌম্য আর ২৩ রানে মাহমুদউল্লাহ আউট হলে বিপদে পড়ে যায় টাইগাররা। এরপর সাকিব আর মুশফিক ১১৪ রানের জুটি করে স্বস্তি ফেরায় টাইগার শিবিরে। শেষ দিকে মাশরাফি ৮ বলে ১৪ করলে ২৬৭ রানের বড় ইনিংস গড়ে বাংলাদেশ। আফগানদের পক্ষে আশরাফ ও শাপুর নিয়েছেন ২ টি করে উইকেট।

বাংলাদেশের দেওয়া ২৬৮ রানের টার্গেতে ব্যাট করতে নেমে প্রথম ৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগান ব্যাটসম্যানরা। এরপর নওরোজ মঙ্গল আর সামিউল্লাহ শেনওয়ারি ৬২ রানের জুটি করে কিছুটা প্রতিরোধ করেন।
নওরোজ মঙ্গল ২৭ আর সামিউল্লাহ শেনওয়ারি ৪২ রান করে আউত হলে আবার বিপদে পড়ে আফগান শিবির। এরপর অধিনায়ক মোহাম্মদ নবী কিছুটা প্রতিরোধ করলেও আর কোন ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি টাইগার বোলারদের সামনে। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে মোহাম্মদ নবীর ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে মাশরাফি ৩টি আর সাকিব নেন ২ উইকেট।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test