E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাকিস্তান দলে কলহ

২০১৫ ফেব্রুয়ারি ১৮ ২০:৫৬:২৫
পাকিস্তান দলে কলহ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের পর স্বাভাবিক ভাবেই এক রকম হতাশা কাজ করছে পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে। আর সেটার সূত্র ধরেই কি না, এখন দলে সৃষ্টি হয়েছে কলহ। আর সেটা এতোটাই যে, রীতিমত পদত্যাগের হুমকিই দিয়ে দিলেন দলের ফিল্ডিং কোচ গ্রান্ট লুডন।

পাকিস্তান ক্রিকেট কোর্ড (পিসিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার অনুশীলনকালে শহীদ আফ্রিদি, আহমেদ শেহজাদ এবং উমর আকমল তার সঙ্গে খারাপ আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন লুডন। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) একটি সূত্র জানিয়েছে, ‘খেলোয়াড়দের কাছ থেকে এমন অপমানজনক ব্যবহার সহ্য করতে না পেরে পদত্যাগ করার হুমকি দিয়ে পিসিবি চেয়ারম্যানের কাছে একটি বার্তা পাঠিয়েছেন লুডন। এই তিন খেলোয়াড় মঙ্গলবার অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন লুডন।’

উল্লেখিত তিনজন ছাড়াও আরো কয়েকজন খেলোয়াড় অনুশীলনে তাকে সহযোগিতা করছে না বলেও শাহরিয়ার খানের কাছে অভিযোগ করেছেন লুডন। খেলোয়াড়রা তাদের আচরণ পরিবর্তন না করলে তিনি পদত্যাগ করবেন বলে খানকে পাঠানো বার্তায় হুমকি দিয়েছেন লুডন।

সূত্র মতে, এমন বার্তা পাওয়ার পর টিম ম্যানেজার নাভিদ চিমা, প্রধান কোচ ওয়াকার ইউনিস এবং লুডনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন পিসিবি চেয়ারম্যান। সূত্রটি আরো জানায়, ‘লুডনের উদ্বেগের বিষয়টি দেখা হবে এবং ভবিষ্যতে খেলোয়াড়দের অশোভন আচরণ সহ্য করা হবে না বলে লুডনকে নিশ্চিত করেছেন চেয়ারম্যান।

(ওএস/পি/ফেব্রুয়ারি ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test