E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাতিল হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ!

২০১৫ ফেব্রুয়ারি ১৯ ১৬:৩৩:৩৫
বাতিল হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আফগানিস্তানকে ১০৫ রানে বিধ্বস্ত করে দিয়ে নিঃসন্দেহে উড়ন্ত সূচনা হয়েছে বাংলাদেশের। পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার মুখোমুখি মাশরাফি বিন মর্তুজার দল। দারুন জয়ে আত্মবিশ্বাসী হয়ে নিশ্চিত মাইকেল ক্লার্কদের মুখোমুখি হতে মুখিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কিন্তু শনিবার এই ম্যাচটি ঘিরে দেখা দিয়েছে ঘোর সংশয়। কারণ, প্রচণ্ড ঘূর্ণিঝড়।

ঝড়ো বাতাসের সঙ্গে ঘণ্টায় ৩০ সেন্টিমিটার বৃষ্টি লেগেই আছে ব্রিসবেনে। কুরিয়ার মেইল জানাচ্ছে, ব্রিসবেনে (আজ) বৃহস্পতিবার ও (আগামীকাল) শুক্রবার ঘণ্টায় ৩০০ মাইল বেগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। রীতিমত সাইক্লোনের পূর্বাভাস। শুধু তাই নয়, বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের দিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তাই হয়, তাহলে ম্যাচটি মাঠেই গড়ানো নিয়ে বেশ শঙ্কা তৈরী হয়েছে।

প্রবল বৃষ্টির কারণে বুধবার ব্রিসবেনে অনুশীলন করতে পারেনি অস্ট্রেলিয়া দল। আগামী দু’দিনও অসিদের অনুশীলন ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। ব্রিসবেনের ভেন্যু গ্যাবার কিউরেটর কেভিন মিচেল কুরিয়ার মেইলকে বলেন, ‘এখনকার আবহাওয়া নিয়ে খানিকটা শঙ্কিত। তবে আশা করছি, বৃষ্টি থেমে গেলে শনিবারের ম্যাচ যথাসময়ে আয়োজন করা যাবে। কিন্তু মনে হচ্ছে শনিবারের আগে বৃষ্টির মাত্রা আরো বেড়ে যাবে।’

বৃষ্টির কারণে ম্যাচটি যদি বাতিল হয়ে যায়, তাহলে লাভটা বাংলাদেশেরই! ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা পরিত্যক্ত হলেই মাশরাফিদের পকেটে জমা হয়ে যাবে এক পয়েন্ট। আবহাওয়ার বর্তমান অবস্থা নিয়ে শঙ্কিত অসি অধিনায়ক মাইকেল ক্লার্কও। এই ম্যাচ দিয়েই তার বিশ্বকাপে মাঠে ফেরার কথা। মাঠে নামার প্রত্যাশা ব্যক্ত করে ক্লার্ক বলেন, ‘আশা করছি, শনিবারের আগেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। উইকেট ও মাঠ ঠিক করার জন্য এখনো যথেস্ট সময় আছে।’

অস্ট্রেলিয়া আবহাওয়াবিদদের দেয়া পূর্বাভাসের পর অস্ট্রেলীয় কোচ ড্যারেন লেম্যান ম্যাচটি নিয়ে এখনই কিছু বলতে পারলেন না, ‘এ মুহূর্তে চমৎকার রোদের আলো এখানে। তবে আমার মনে হয় এটা স্রেফ আজকের (গতকাল, বুধবার) জন্যই। সামনের কয়েকটা দিন আর্দ্র আবহাওয়া থাকবে। আবহাওয়া পরিষ্কার হলেই আমরা সেরা একাদশ নিয়ে ভাবব। আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ভিন্ন পরিস্থিতিতে খেলতে হতে পারে। সুতরাং সবকিছু নির্ভর করছে উইকেটের ওপর।’

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচসহ এই মাঠে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ হওয়ার কথা রয়েছে।

(ওএস/পি/ফেব্রুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test