E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'দ.আফ্রিকা পাকিস্তানের চেয়ে অনেক বেশি শক্তিশালী'

২০১৫ ফেব্রুয়ারি ১৯ ১৬:৩৭:৩৮
'দ.আফ্রিকা পাকিস্তানের চেয়ে অনেক বেশি শক্তিশালী'

স্পোর্টস ডেস্ক, ঢাকা : পাকিস্তানকে হারিয়ে উড়তে থাকা মহেন্দ্র সিং ধোনিদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক করে দিয়েছেন ব্যাটিং জিনিয়াস শচিন টেন্ডুলকার। তার দাবী, রবিবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভাল করতে হলে ওপেনিং জুটি এবং রানিং বিটুইন দ্য উইকেট আরও উন্নতি করতে হবে।

‘ফিল্ডিংয়ে তারা দুর্দান্ত একটি দল। ওদের সঙ্গে ধারাবাহিকভাবে ১ রান করে নেওয়াটা সহজ নয়। পাকিস্তানের চেয়ে দক্ষিণ আফ্রিকা অনেক উপরে। বিশেষ করে যখন তারা ফিল্ডিং করে। তারা অনেক বেশি গতি সম্পন্ন, পাশাপাশি থ্রোয়িংয়েও শক্তিশালী’- বলেছেন টেন্ডুলকার।

প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে অবিশ্বাস্য ব্যাটসম্যান অ্যাখা দিয়ে টেন্ডুলকার বলেন, ‘আমি মনে করি ও অবিশ্বাস্যরকমের প্রতিভাবান। টি২০তে যেরকম, ওয়ানডেতেও সেরকম ব্যাটিং করে। অবশ্যই সে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। আমি মনে করি না তার কোন দূর্বলতা আছে।’

হাশিম আমলার ব্যাটিংয়ে মুগ্ধ টেন্ডুলকার জানান, তিনি তার বড় ভক্ত, ‘এবি ডি ভিলিয়ার্সের মতো আমি হাশিম আমালারও বড় সমর্থক। হাশিম তার নিজের খেলার দিকেই সবসময় মনোনিবেশ করে। সে উইকেটে আসে এবং রান করে। ফিল্ডিংয়ে শতভাগ উজাড় করে দেয় এবং তারপরই ড্রেসিংরুমে ফেরে।’

দক্ষিণ আফ্রিকা ম্যাচে ভারতীয় দলে খুব বেশি পরিবর্তনের পক্ষে নন টেন্ডুলকার। ভরসা রাখছেন তরুণদের ওপরেই। তার কথায়, ‘আমি একই ব্যাটিং অর্ডার দেখতে চাই। তারা দারুন শুরু করেছে। খুব বেশি পরিবর্তন না করাটাই ভাল। আমি মনে করি, আমরা যদি দ্রুত উইকেট হারিয়ে ফেলি তাহলে রায়নার ওপরে আজিঙ্কা রাহানেকে পাঠানো যেতে পারে। সবাই দেখেছে পাকিস্তানের বিপক্ষে রায়না কেমন করেছে। আমরা চাই ও এটা ধরে রাখুক। আমার মনে হয়, ও সংক্ষিপ্ত ফরম্যাটে বিপজ্জনক ব্যাটসম্যান। তার হাতে দুর্দান্ত শট রয়েছে। রাহানের আছে ধৈর্য্য এবং পূর্ণ ভিত গড়ে দেওয়ার ক্ষমতা।’

(ওএস/পি/ফেব্রুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test