E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপে ইংল্যান্ডের তৃতীয় সর্বনিম্ন

২০১৫ ফেব্রুয়ারি ২০ ১৭:১০:২৬
বিশ্বকাপে ইংল্যান্ডের তৃতীয় সর্বনিম্ন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : দুর্দশা কাটছেই না ইংল্যান্ডের। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হওয়ার পর মহাযজ্ঞের দ্বিতীয় ম্যাচে আরো বিবর্ণ ইংলিশরা। শুক্রবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে বিশ্বকাপে নিজেদের তৃতীয় সর্বনিন্ম ১২৩ রানে অলআউট হয়েছে ইয়ন মর্গান বাহিনী।

এর আগে ১৯৭৫ সালের ১৮ জুন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৯৩ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। ১৯৯৯ সালে ফের ঘরের মাঠেই লজ্জা পেতে হয় ক্রিকেটের গোড়াপত্তনকারীদের। ওভালে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ১০৩ রানে ইনিংস শেষ হয়েছিল তাদের। তার ১৬ বছর বাদে ওয়েলিংটনে টিম সাউদির ঝড়ে পড়ে আবারো দেড়’শ না পেরুতেই থেমে যেতে হলো তাদের। কিউই পেসার ইংল্যান্ডের সাত সাত জন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান।

এই তিন কীর্তির বাইরে বিশ্বকাপে ইংল্যান্ডের পরের সর্বনিন্ম স্কোরগুলো হলো ১২৫, ১৫২, ১৫৪, ১৬৮, ১৬৯, ১৭১ ও ১৯৪। সেক্ষেত্রে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, ভারত, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রসঙ্গত, ১৯৮৩ সালের পর থেকে অর্থাৎ ৩২ বছর ধরে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি ইংল্যান্ড।

(ওএস/পি/ফেব্রুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test