E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশকে নিয়ে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের ব্যাঙ্গাত্মক উক্তি

২০১৫ ফেব্রুয়ারি ২০ ১৭:৩১:৫১
বাংলাদেশকে নিয়ে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের ব্যাঙ্গাত্মক উক্তি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ব্রিসবেন বাংলাদেশের ভাগ্যে কি লিখে রেখেছে? সাইক্লোন মার্সিয়ার তোপ সামলে যদি আদৌ খেলা মাঠে গড়ায় তাহলে নিশ্চিত করে বলা যায় অস্ট্রেলিয়ার পেসারদের দিকেই বেশি নজর থাকবে।

সাইক্লোনের তাণ্ডব না পেসারদের তান্ডব? – এমন প্রশ্ন নিয়েই আজ রাতটা কাটিয়ে দেবে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে, এরই মাঝে আরও এক তীর ছুটে আসলো মাশরাফি বিন মুর্তজার দলের দিকে। অস্ট্রেলিয়ার প্রসিদ্ধ গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড অবশ্য আগে থেকেই বাংলাদেশের ‘নিশ্চিত দুর্ভাগ্যেরি’ ভবিষ্যদ্বানী করে রেখেছে।

পত্রিকাটির প্রতিবেদক ক্রিস ব্যারেট ব্রিসবেনে অস্ট্রেলিয়ার পেস-আয়োজনের সংবাদটি লিখতে গিয়ে তিনি বেশ রসিকতার আশ্রয় নিয়েছেন। তবে, মাশরাফিদের সেই বক্তব্য রসিকতা মনে হওয়ার কোন কারণ নেই। প্রতিবেদক কথার মারপ্যাচে বোঝাতে চেয়েছেন, ব্রিসবেনে বাংলাদেশের কপালে দুঃখই আছে।

ঘূর্ণিঝড় মার্সিয়ার শঙ্কায় ব্রিসবেনের মেয়র সাহেব নাকি শহরবাসীর মধ্যে এক ধরনের যন্ত্র বিলি করছেন। যে যন্ত্রটি ঘণ্টায় ১২০০ বালুর বস্তা ওঠাতে-নামাতে পারে। ঘূর্ণিঝড়ের হাত থেকে বাড়িঘর বাঁচাতে বালুর বস্তার বেষ্টনী গড়ে তুলতেই এই যন্ত্রের বিলি-বণ্টন। ব্যারেট সাহেব সিডনি মর্নিং হেরাল্ডে ব্রিসবেনের ম্যাচটিতে অস্ট্রেলিয়ান পেস আক্রমণের ঝড় সামলাতে বাংলাদেশ দলকে এমন একটি যন্ত্র সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন। যে যন্ত্র দিয়ে বালুর বস্তার বেষ্টনী গড়ে অন্তত জনসন-স্টার্ক-হ্যাজেলউড কিংবা প্যাট কামিন্সদের বোলিং তোপের হাত থেকে বাঁচতে পারবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এত বছর আন্তর্জাতিক ক্রিকেটের অংশ হয়ে বাংলাদেশের এমন যন্ত্রের প্রয়োজন আছে বলে মনে হয় না। কিন্তু ব্যারেট সাহেবকে তা জানিয়ে দেবে কে?

ব্যারেট সাহেবরা বোধ হয় ভুলে গেছেন জনসন-স্টার্কদের চেয়ে অনেক বড় তারকা ম্যাকগ্রা-লি-গিলেস্পিদের অস্ট্রেলিয়াকে খুব ভালোভাবেই খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। কার্ডিফে তো গিলেস্পিকে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেই ‘দুর্বল’ বাংলাদেশ তুলে নিয়েছিল সেই ঐতিহাসিক জয়!

এবারও কি তেমন কিছু হবে নাকি সেটার উত্তর অবশ্য সময়ই বলে দেবে!

(ওএস/পি/ফেব্রুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test