E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ বধে চার ফাস্ট বোলার!

২০১৫ ফেব্রুয়ারি ২০ ১৭:৩৭:৫৩
বাংলাদেশ বধে চার ফাস্ট বোলার!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার, কলিন ক্রফট ও মাইকেল হোল্ডিং। ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের চার ফাস্ট বোলার; একসঙ্গে যাদের বলা হতো পেস কোয়ার্টরেট! সামুদ্রিক সাইক্লোন মার্সিয়া যদি শেষ পর্যন্ত খেলা হতে দেয়; অনেক দিন পর তাহলে আবার বিশ্বকাপ দেখবে চার ফাস্ট বোলারের তান্ডব। এবার অস্ট্রেলিয়া অনেকটা আগাম ঘোষণাই দিয়ে দিলো চার ফাস্ট বোলার মাঠে নামানোর।

নতুন পেস চতুষ্টয় হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন মিশেল জনসন, মিশেল স্টার্ক, জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স। আমাদের জন্য আতঙ্কের কথা হল, গতকাল ব্র্যাড হাডিন বলে দিলেন, অস্ট্রেলিয়ার এই নয়া চতুষ্টয় ঝড় তুলতে চান বিশ্বের অন্যতম গতিশীল গ্যাবার উইকেটে; আর প্রতিপক্ষ হিসেবে তারা বাংলাদেশকেই আপাতত লক্ষ্য করেছেন!

অবশ্য সমস্যা হল, এখনও অস্ট্রেলিয়া নিশ্চিত করে বলতে পারছে না যে, চার ফাস্ট বোলার খেলবে কি না। কারণ, তারা আদৌ নিশ্চিত নন যে, খেলা হবে কি না।

তারপরও হাডিন অনেকটাই নিশ্চিত যে, চার ফাস্ট বোলারের খেলার ভালো সম্ভাবনা আছে। এখানকার উইকেট ও প্রতিপক্ষ বাংলাদেশকে বিবেচনায় নিয়ে তিনি বললেন, ‘(চার ফাস্ট বোলার খেলানোর) খুবই সম্ভাবনা আছে। আবহাওয়া একেবারে সবকিছু বদলে না দিলে তাই হওয়ার কথা। তবে আসলেই আমরা দল আপনাদের জানাতে পারছি না। কারণ কবে আবহাওয়া ঠিক হবে, আদৌ ঠিক হবে কি না খেলার আগে; কিছুই তো অনুমান করা সম্ভব না।’

(ওএস/পি/ফেব্রুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test