E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লজ্জাজনক ইতিহাসই গড়লো পাকিস্তান

২০১৫ ফেব্রুয়ারি ২১ ১৩:২১:৪৯
লজ্জাজনক ইতিহাসই গড়লো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে নতুন এক ইতিহাসই গড়লো পাকিস্তান। শনিবার ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩১১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ১ রান তুলতে প্রথম চার ব্যাটসম্যানের উইকেট হারিয়ে রেকর্ডটি করে ফেলে পাকিস্তান। ৩৬০৮ টি আন্তর্জাতিক ম্যাচে ইনিংস সূচণায় এমন বাজে অবস্থা এর আগে দেখেনি ক্রিকেট বিশ্ব।

ব্যাটিংয়ে নেমে প্রথম ৩.১ ওভারে ১ রান তুলতেই চার উইকেট হারায় পাকিস্তান দল। সেই সঙ্গে অপ্রত্যাশিত রেকর্ড হিসেবে খাতাবন্দী হয় পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুর ‘সাইক্লোন’টি ।

পাকিস্তানের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামেন আহমেদ শেহজাদ এবং নাসির জামসেদ। ইনিংসের দ্বিতীয় বলেই জামসেদকে ফেরান (০) জেরম টেইলর। আর শেষ বলে ফেরান ইউনুস খানকে (০)। এক রানে পাকিস্তান হারায় দুই উইকেট। টেলরের দ্বিতীয় ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন হারিস সোহেল (০)। আর আহমেদ শেহজাদকে (১) ফেরান হোল্ডার।

এর আগে ইনিংস সূচণায় সবচেয়ে বাজে শুরুর রেকর্ডটি ছিল আইসিসির সহযোগি দেশ কানাডার। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চার রানে চার উইকেট হারিয়ে বাজে ইনিংস সূচনায় এগিয়ে ছিল তারা।

এবার কানাডাকেও ছাপিয়ে গেল পাকিস্তান দল। পাকিস্তানের এমন সূচণায় একটু স্বস্তি পেতেই পারে কানাডা।

(ওএস/অ/ফেব্রুয়ারি ২১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test