E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপের অনেক ম্যাচই হচ্ছে পাতানো, চ্যাম্পিয়ন হবে দক্ষিণ আফ্রিকা !

২০১৫ ফেব্রুয়ারি ২১ ১৬:৩১:৪০
বিশ্বকাপের অনেক ম্যাচই হচ্ছে পাতানো, চ্যাম্পিয়ন হবে দক্ষিণ আফ্রিকা !

স্পোর্টস ডেস্ক : এগারতম বিশ্বকাপের সকল ম্যাচের আগাম ভবিষ্যতবাণী পাওয়া যাচ্ছে বার্তা আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম ‘হোয়াটসঅ্যাপে’। এতে ধারণা করা হচ্ছে চলতি বিশ্বকাপের অনেক ম্যাচই হচ্ছে পাতানো। ‘হোয়াটসঅ্যাপে’-র ভবিষ্যতবাণী হলো- এবারের বিশ্বকাপ জিতবে চোকার্স খ্যাত দল দক্ষিন আফ্রিকা।

ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপ নিয়ে অক্টোপাস, পশু বা বিশেষজ্ঞদের ভবিষ্যতবাণী সব সময়ই হয়ে আসছে। এতে সাধারাণত শিরোপা কে জিতবে অথবা হাই-ভোল্টেজ ম্যাচ কে জিতবে এসব নিয়ে ভবিষ্যতবাণী হয়ে থাকে। তবে টুর্নামেন্টের সকল ম্যাচের ফল ভবিষ্যতবাণী করা অথবা ভবিষ্যতবাণী করা ঐসব ফলাফল হুবুহু মিলে যাওয়ার নজির হয়তো নেই এই বিশ্বে।

অথচ বার্তা আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম ‘হোয়াটসঅ্যাপে’ চলতি বিশ্বকাপের সব ম্যাচের ভবিষ্যবানী পাওয়া যাচ্ছে। আর ঐ সূত্রটি দ্রুত ছড়িয়ে পড়ছে সামাজিক সকল মাধ্যমেও। তবে কারা এই ভবিষ্যতবাণী ছেড়েছে সেই সূত্র কোথায় উল্লেখ নেই। এমন সূত্র পর্যবেক্ষণ করে অনেকেই ভাবচ্ছে, ‘পাতানো হচ্ছে চলতি বিশ্বকাপের অনেক ম্যাচই। এটি ভালোভাবে আইসিসির ক্ষতিয়ে দেখা উচিত।’

‘হোয়াটসঅ্যাপে’-র ঐ সূত্রটি বলছে, এবারের বিশ্বকাপ শিরোপা জিতবে চোর্কাস দক্ষিণ আফ্রিকা। আর এটি যদি হয়, তবে এমন ভবিষ্যতবাণীতে অনেক বেশি খুশিই হবে প্রোটিয়াসরা। ফাইনালে দক্ষিন আফ্রিকার প্রতিপক্ষ হবে স্বাগতিক অস্ট্রেলিয়া। সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত এবং শ্রীলংকা-দক্ষিন আফ্রিকা।

গ্রুপ পর্বের গন্ডি পেরিয়ে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে এমন-নিউজিল্যান্ড-ভারত, অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকা-পাকিস্তান। দুটি জয় নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে বাংলাদেশ। ভবিষ্যত বাণীতে টাইগারদের দুটি জয় আসবে আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে।

আর অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচের সাথে বেশ জোরালোভাবেই মিশে আছে আবহাওয়া। এই ম্যাচ নিয়ে জল্পনা কল্পনা ছিলো। ম্যাচ হবে, নাকি ঝড়ের কবলে ভেস্তে যাবে। ‘হোয়াটসঅ্যাপে’-র ঐ সূত্রটি বলছে, অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ হবে। তাতে জিতবে অসিরাই।

ইতোমধ্যে শেষ হওয়া সকল ম্যাচের ভবিষ্যতবাণী করেছিলো ঐ ‘হোয়াটসঅ্যাপ’ সূত্র। সব ভবিষ্যতবাণীই মিলে গেছে। আয়ারল্যান্ড যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দিবে তাও উল্লেখ করা ছিলো। আর এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন হতে পারে পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচে। ম্যাচটি জিতবে আরব আমিরাত বলে ভবিষ্যতবাণী করেছে ‘হোয়াটসঅ্যাপে’-র ঐ সূত্র।

(ওএস/অ/ফেব্রুয়ারি ২১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test