E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্কটল্যান্ডকে ১১৯ রানে হারাল ইংল্যান্ড

২০১৫ ফেব্রুয়ারি ২৩ ১১:০৯:২০
স্কটল্যান্ডকে ১১৯ রানে হারাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, ঢাকা : প্রথম দুই ম্যাচে দুই স্বাগতিকের কাছে রীতিমত বিধ্বস্ত হতে হয়েছিল ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার কাছে ১১১ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে মাত্র ১২৩ রানে অলআউট হয়ে চরম লজ্জায় পড়ে গিয়েছিল ইংলিশরা। তবে শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে পেয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৩০৩ রান করে নিজেদের ছন্দে ফেরানোর কাজটা বেশ ভালোভাবেই করে নিয়েছে।

ক্রাইস্টচার্চেল হ্যাগলি ওভালে টসে জিতেছিল স্কটল্যান্ডই। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে প্রথম উইকেট জুটিতেই স্কটিশদের বিধ্বস্ত করে দিয়েছে মঈন আলি এবং ইয়ান বেল। ৩০.১ ওভার পর্যন্ত ব্যাট করে এই জুটি সংগ্রহ করে ১৩০ রান।

এ সময় আউট হন ৮৫ বলে ৫৪ রান করা ইয়ান বেল। তার আগেই সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে যান মঈন আলি। ৯১ বলে ক্যারিয়ারে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পূরণ করেন আলি। শেষ পর্যন্ত ১০৭ বলে ১২৮ রানের ইনিংস খেলে আউট হন তিনি।

এরপর গ্যারি ব্যালান্স আর জো রুট দ্রুত আউট হয়ে গেলেও জেমস টেলরকে নিয়ে ইয়ন মরগ্যান ছোট একটি জুটি গড়ে রানকে আরও অনেক এগিয়ে নেন। ৪২ বলে ৪৬ রান করেন মরগ্যান। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান করে ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে স্কটল্যান্ড। দলীয় ১৭ রানে জেমস এন্ডারসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন কলাম ম্যাকলয়েড। পরে ফিরে গেছেন কাইল কোয়েটজার, ফ্রেডি কোলম্যান, ম্যাট ম্যাচন, প্রেটসন মমসেন ও রিচি বেরিংটন। শেষ পর্যন্ত ৪২ ওভার ২ বলে ১৮৪ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। এতে ইংল্যান্ড ১১৯ রানের বড় জয় পায়। এটাই ২০১৫ বিশ্বকাপে তাদের প্রথম জয়।


(ওআস/পি/ফেব্রুয়ারি ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test