E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন সাঙ্গাকারা

২০১৫ ফেব্রুয়ারি ২৬ ১৩:২৪:১৫
৪০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : কিংবদন্তী আগেই হয়ে গিয়েছিলেন। শুধু শ্রীলকার ক্রিকেটই নয়, পুরো ক্রিকেট বিশ্বেরই এক ধরনের বিজ্ঞাপনে পরিণত হয়েছেন কুমারা সাঙ্গাকারা। চলে এসেছেন একেবারে ক্যারিয়ারের শেষ মুহূর্তে। অস্তাচলে দাঁড়িয়ে লংকানবাসীকে অসাধারণ কিছু উপহার দেওয়ার অপেক্ষায় দুই বন্ধু কুমারা সাঙ্গাকারা আর মাহেলা জয়াবর্ধনে।

দেশের ক্রিকেটকে যেভাবে টেনেছেন, সেভাবে এগিয়ে গেছে নিজের ব্যাক্তিগত ক্যারিয়ারও। সে ধারাবাহিকতায় মেলবোর্নের ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নতুন একটি ব্যাক্তিগত মাইলফলকে পৌঁছে গেলেন সাঙ্গাকারা। ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে ছুঁলেন ৪০০তম ওয়ানডের সীমানা।

বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নামার সময়ই এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছে যান তিনি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বিরল এই মাইলফলকে নাম লিখিয়েছেন এর আগে মাত্র তিনজন। ৪৬৩ ম্যাচ খেলে সবার শীর্ষে আছেন ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। ৪৪৫ ম্যাচ খেলেছেন সাঙ্গাকারারই স্বদেশি সনাৎ জয়সুরিয়া। সাঙ্গাকারার সাথে ৪৪৪তম ম্যাচ খেলতে নেমেছেন তার আরেক সতীর্থ, বন্ধু মাহেলা জয়াবর্ধনে।

৪০০ কিংবা এর ওপরে ম্যাচ খেলা চার ক্রিকেটারেরই রান সাড়ে ১২ হাজারের ওপর। সবচেয়ে মজার ব্যাপার হলো ৪০০ কিংবা তার বেশি ম্যাচ খেলা চার জনের তিনজনই শ্রীলংকান। ৩৯৩ ম্যাচ খেলে তাদের পরই রয়েছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। তবে পাকিস্তান যদি কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে যেতে পারে, তাহলে আফ্রিদির পক্ষে সম্ভব হবে, ৪০০’র মাইলফল ছোঁয়া।

(ওএস/পি/ফেব্রুয়ারি ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test