E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গেইলে মুগ্ধ ভিভ রিচার্ডস

২০১৫ ফেব্রুয়ারি ২৬ ১৮:১৪:০৭
গেইলে মুগ্ধ ভিভ রিচার্ডস

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়া ক্রিস গেইলের ২১৫ রানের ইনিংস দেখে যারপরনারই মুগ্ধ হয়েছেন তার স্বদেশী কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। কথায় কথায় ভিভ জানিয়ে দিয়েছেন ব্যাটিং দানবের ১৪৭ বলে ২১৫ রানের ইনিংসটা তিনি কতটা উপভোগ করেছেন। তার মন্তব্য, ‘চ্যাম্পিয়নরা এরকমই হয়।’

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ শুরু হয়েছিল আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ডের কাছে পরাজয় দিয়ে। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তানের বিরুদ্ধে। আর গেইল ঝড়ে স্রেফ উড়ে গেছে জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের জন্য এমন পারফরম্যান্স দরকার ছিল বলে মনে করেন ভিভ, ‘ওয়েস্ট ইন্ডিজের এই দলে প্রতিভার অভাব নেই। ওরা দারুণভাবে জবাব দিয়েছে। নিঃসন্দেহে গেইলের ইনিংস দলের মনোবল আরও বাড়িয়ে দেবে।’

তবে ওয়েস্ট ইন্ডিজ দলে ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে। ভিভের ভাষায়, ‘ওর ইনিংসটা সত্যি অসাধারণ। বিশেষ করে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ যেমন ব্যাট করেছিল তাতে এরকম একটা ইনিংসের দরকার ছিল। সবাই চায় ও এরকম ইনিংস আরও খেলুক, ব্যাটিংয়ে নেতৃত্ব দিক।’

ওয়ানডেতে সেরা দুটি ইনিংস আছে ভিভের। এর একটি ১৯৭৯ বিশ্বকাপের ফাইনালে লর্ডসের সেই সেঞ্চুরি। অপরটি ১৯৮৪ সালে ওল্ড ট্রাফোর্ডে করা ১৮৯। সেসময় এটি ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। গেইলের ২১৫ রানের ইনিংসের সঙ্গে নিজের ইনিংসের তুলনা করে ভিভ বলেন, ‘একই সঙ্গে রাখব। ২০০ রান করা আলাদা ব্যাপার। তাই একই জায়গায় রাখতে হবে গেইলের ইনিংসকে।’


(ওএস/পি/ফেব্রুয়ারি ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test