E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভিলিয়ার্সের ব্যাটে ভর করে দ.আফ্রিকার সংগ্রহ ৪০৮ রান

২০১৫ ফেব্রুয়ারি ২৭ ১৩:৪৯:৩১
ভিলিয়ার্সের ব্যাটে ভর করে দ.আফ্রিকার সংগ্রহ ৪০৮ রান

স্পোর্টস ডেস্ক, ঢাকা : এবার বিশ্বকাপের আগে বারবারই বলা হচ্ছিলো ‘চোকার’ নাম কাটাতে চলেছে প্রোটিয়ারা। কিন্তু বিশ্বকাপের আসরে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে পরাজয়ের পর নতুন করে সমালোচনায় পড়ে তারা। তবে তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভিলিয়ার্স ঝড়ে ৪০৮ রানের পাহাড় গড়ার পর সেই সমালোনার মোক্ষম জবাবটাই দিলো দক্ষিণ আফ্রিকা।

সিডনির ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাট করার পরও দলীয় ১৮ রানে যখন ডি ককের পতন হয়, তারপর থেকেই নড়েচড়ে বসে ভিলিয়ার্সবাহিনী। তারই প্রমাণ হিসেবে দ্বিতীয় উইকেটে ফাফ ডু প্লেসিস ও হাসিম আমলার দ্বিতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়েন। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক ভিলিয়ার্স মাঠে নামার পর থেকেই চড়ে বসেন ক্যারীবিয় বোলারদের উপর। একদিকে যখন রিলে রসোউ ধীর গতিতে এগিয়ে চলেছেন, ওদিকে তখন ভিলিয়ার্স একের পর এক বল বাউন্ডারি পার করেছেন। এই উইকেটে ১৩৪ রানের জুটির পর রসোউ ৬০ রানে আউট হওয়ার পর মিলারকে নিয়ে ৪৮ রান করেন। আর পঞ্চম উইকেটে মাত্র ৫২ বলে তুলে নেন শতক। শেষপর্যন্ত ৬৬ বলে ১৬৬ রানে অপরাজিত থেকে নিজেদের ইনিংস শেষ করেন।

এই ইনিংসের মধ্যে দিয়ে ভিলিয়ার্স দ্রুততম ১৫০ রান করার রেকর্ডের মালিক হলেন।

অন্যদিকে, প্রোটিয়াদের বিপক্ষে আন্দ্রে রাসেল এবং ক্রিস গেইল দুইটি করে উইকেট নিয়েছেন।

(ওএস/পি/ফেব্রুয়ারি ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test