E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্রুততম দেড়’শ রানের রেকর্ড গড়লেন এবি ডি ভিলিয়ার্স

২০১৫ ফেব্রুয়ারি ২৭ ১৪:১১:৪৭
দ্রুততম দেড়’শ রানের রেকর্ড গড়লেন এবি ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক, ঢাকা : তখন দলীয় ১৪৯ রান। হাশিম আমলার আউট হওয়ার পর ২৯.৪ ওভারে এই রান বেশ কম বলতে হয়। ঠিক এই অবস্থায় মাঠে নামেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। আর মাঠে নেমেই তুলে নেন দ্রুততম ওয়ানডে দেড়’শ রানের রেকর্ডটি।

শুরু থেকেই ক্যারীবিয় নবোলারদের উপরে চড়ে বসেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে ১৩০ রানের হারের পর সব সমালোচনার প্রতিশোধ যেন হোল্ডার-রাসেলদের উপরেই নিলেন। মাত্র ৫২ বলে যখন সেঞ্চুরি(১০৫) করেন, তখন হয়তো তিনি নিজেও ভাবেননি পরের অর্ধশতক তুলতে তিনি মাত্র ১২টি বল খরচ করবেন।

শেষপর্যন্ত ৬৬ বলে ১৬২ রানে অপরাজিত থেকে নিজেদের ইনিংস শেষ করেন এই প্রোটিয়া। ফলাফল, নির্ধারিত ৫০ ওভারে ৪০৮ রান তোলে বিশ্বকাপের অন্যতম ফেবারিট এই দলটি।

উল্লেখ্য, ১৬২ রানের ইনিংস খেলার পথে ভিলিয়ার্স ১৬টি বাউন্ডারি এবং আটটি ছয় হাঁকিয়েছেন।

(ওএস/পি/ফেব্রুয়ারি ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test