E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন সৌম্য ও মাহমুদউল্লাহ

২০১৫ মার্চ ১৩ ০৮:৪৫:৫১
বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন সৌম্য ও মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিডন পার্কে  ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠেছে বাংলাদেশ। শুরুতে দুই উইকেট পড়ে গেলেও দলকে এগিয়ে নেওয়ার কাজটা বেশ ভালোভাবেই করে যাচ্ছেন সৌম্য সরকার ও গত ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদ।

বোল্টের গতির ঝড়ে শুরুতেই সাঝ ঘরে ফিরে যান অনিয়মিত ওপেনার ইমরুল কায়েস ২ করে, দলের রান তখন মাত্র ৪। ২৭ রানে পড়ে যায় দ্বিতীয় উইকেট। সেই বোল্টের বলেই ব্যক্তিগত ১৩ রান করে আউট হন তামিম। এরপর জুটি বাঁধেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ। কিউইদের দারুণ বোলিং সত্বেও চমৎকার খেলছেন এ জুটি। বেশ পিটিয়ে খেলছেন তারা। তরুণ সৌম্য সরকার ৩৩ ও মাহমুদউল্লাহ ব্যাট করছেন ২৪ রানে। আর বাংলাদেশের রান ১৫ ওভারে ২ উইকেটে ৭৩।

এদিকে কোয়ার্টার ফাইনালের কথা মাথায় রেখে অধিনায়ক মাশরাফিকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলকে আজ নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। মাশরাফির পরিবর্তে খেলছেন নাসির হোসেন। স্পিনার অরাফাত সানি বাদ পড়েছেন এ ম্যাচে। তার জায়গায় খেলছেন তাইজুল ইসলাম।

(ওএস/অ/মার্চ ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test