E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাপটিলকে ফেরাতে দেরি করে ফেলল বাংলাদেশ!

২০১৫ মার্চ ১৩ ১৩:৪৩:৪০
গাপটিলকে ফেরাতে দেরি করে ফেলল বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক, ঢাকা  : প্রথম পাওয়ার প্লে’তে সাকিব একই ওভারে কিউদের দুই উইকেট তুলে নিলেও মাঝে ১৩১ রানের বড় পার্টনারশিপ গড়েছেন গাপটিল-টেলর জুটি। ৩০তম ওভারে এসে সাকিব আবারও আঘাত হানেন কিউই শিবিরে। এবার ফেরালেন সেঞ্চুরিয়ান গাপটিল।

আউট হওয়ার আহে গাপটিল ৯৪ বলে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন। আউট হয়েছেন ১০৫ রানে। নতুর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমেছেন ইলিয়ট। অপর প্রান্তে ৪৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন রস টেলর।

তবে উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে টাইগারদের বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে কিউইরা। ব্রেন্ডন ম্যাককালাম ও উইলয়ামসনকে হারানোর পর শুরুর ধাক্কা সামলে উঠে ক্রিজে থিতু হয়ে ব্যাট করেন মার্টিন গাপটিল।

রস টেলরকে সঙ্গে নিয়ে শত রানের পার্টনারশিপ গড়ে তুলে নেন ক্যারিয়ারের ব্যক্তিগত ৬ষ্ঠ শতক।

৩১ ওভার শেষে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ১৬৮ রান। রস টেলর ৪৭ রান নিয়ে ব্যাট করছেন।

বাংলাদেশের হয়ে কিউইদের তিন ব্যাটসম্যানকে ফেরান অলরাউন্ডার সাকিব আল হাসান।

দলীয় ২৭ রানের মাথায় একস্ট্রা কাভার দিয়ে বল তুলে দিতে গিয়ে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন ম্যাককালাম। একই ওভারেই উইলয়ামসন তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

টাইগারদের দেওয়া ২৮৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে গাপটিল এবং ম্যাককালাম জুটি। বাংলাদেশের হয়ে বোলিংয়ের সূচনা করেন সাকিব আল হাসান। শুরুর ওভারে কোনো রান নিতে দেননি কিউইদের।

এর আগে মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিং প্রদর্শনীতে ২৮৮ রানের বড় পুঁজি সংগ্রহ করে বাংলাদেশ। ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে টাইগাররা।

বাংলাদেশের ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়লেও মাহমুদুল্লাহর কাঁধে ভর করে বিপর্যয় সামলে ওঠে বাংলাদেশ। তাকে দারুণ সঙ্গ দিয়ে সৌম্য সরকার তুলে নেন তার প্রথম অর্ধশতক।

সৌম্য আউট হয়ে ফেরার পর দ্রুত ফিরে যান সাকিব ও ফর্মে থাকা মুশফিকুর রহিম। এরপর রিয়াদের সঙ্গে জুটি বেঁধে ঝড়ো গতিতে রান সংগ্রহ করেন সাব্বির রহমান। ২৩ বলে ৪০ রান করেন সৌম্য।

১২৭ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। এ ‍রান সংগ্রহ করতে রিয়াদ খেলেন ১২৩ বল।

ম্যাচের ৩৯ ওভারের দ্বিতীয় বলে অ্যান্ডারসনকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। আউটি হওয়ার আগে মুশফিক করেন ২৫ বলে ১৫ রান।

ভেট্টোরির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। ম্যাচের ৩৪তম ওভারের শেষ বলে অনেকটাই অবিবেচকের মতো ব্যাট চালিয়ে আউট হন তিনি। ১৮ বলে ২৩ রান সংগ্রহ করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

১০ ওভার বল করে ৫৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার ট্রেন্ট বোল্ট।

(ওএস/পি/মার্চ ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test