E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্ট্রেলিয়ার পেসারদের সামনে অসহায় স্কটল্যান্ড

২০১৫ মার্চ ১৪ ১৯:৪০:৫৩
অস্ট্রেলিয়ার পেসারদের সামনে অসহায় স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অস্ট্রেলিয়ার পেসারদের তোপের সামনে দাঁড়াতেই পারেননি স্কটল্যান্ডের ব্যাটসম্যানরা। ১৩১ রানের ছোট লক্ষ্য তাড়া করে জিততে কোনো সমস্যা হয়নি বিশ্বকাপের ফেভারিটদের। ৭ উইকেটের জয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়া।

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লড়াই করার মতো পুঁজি গড়তে পারেনি স্কটল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে কোনো ম্যাচ না জেতা দলটি ২৫ ওভার ৪ বলে ১৩০ রানে অলআউট হয়ে যায়। জবাবে ১৫ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারেই অ্যারন ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। একবার জীবন পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি ফিঞ্চ। উইকেটে থিতু হয়ে ফিরে যান শেন ওয়াটসনও। ফিঞ্চের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ৪৭ বলে ৪৭ রান করে ফিরে যান তিনি। তার বিদায়ের পরপরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যান।

কিছুক্ষণ পর খেলা শুরু হলে জেমস ফকনার ও ডেভিড ওয়ার্নারের তাণ্ডবে বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে মাত্র ১২ বলে ৪১ রানের জুটি গড়েন এই দুই জনে। এর আগে শনিবার হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই কাইল কোয়েটজারকে হারায় স্কটল্যান্ড। এরপর পাল্টা আক্রমণে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ক্যালাম ম্যাকলয়েড ও ম্যাট মাচান। লয়েডকে বিদায় করে দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন ম্যাচ সেরা মিচেল স্ট্যার্ক।

মাচান ছাড়া আর কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যান ভালো করতে না পারায় ১ উইকেটে ৩৬ রান থেকে স্কটল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৯৫ রান। জ্যাভিয়ের ডোহার্টির বদলে দলে ফেরা প্যাটি কামিন্সের শিকারে পরিণত হওয়ার আগে ৪০ রানের ভালো একটি ইনিংস খেলেন মাচান। স্কটল্যান্ডের সর্বোচ্চ ৩৫ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন জস ডেভি ও মাইকেল লিস্ক। বৃষ্টির কারণে ২৫তম ওভার শেষে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। এরপর খেলা শুরু হলে মাত্র ৪ বল স্থায়ী হয় স্কটল্যান্ডের ইনিংস।

মাত্র ১৪ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার স্ট্যার্ক ফিরিয়ে দেন ডেভি ও ইয়ান ওয়ার্ডলকে।

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড: ২৫.৪ ওভারে ১৩০ (কোয়েটজার ০, ম্যাকলয়েড ২২, মাচান ৪০, মমসেন ০, কোলম্যান ০, বেরিংটন ১, ক্রস ৯, ডেভি ২৬, টেইলর ০, লিস্ক ২৩*, ওয়ার্ডল ০; স্ট্যার্ক ৪/১৪, কামিন্স ৩/৪২, ওয়াটসন ১/১৮, জনসন ১/১৬, ম্যাক্সওয়েল ১/২৪)

অস্ট্রেলিয়া: ১৫.২ ওভারে ১৩৩/৩ (ক্লার্ক ৪৭, ফিঞ্চ ২০, ওয়াটসন ২৪, ফকনার ১৬*, ওয়ার্নার ২১*; টেইলর ১/২৯, ডেভি ১/৩৮, ওয়ার্ডল ১/৫৭)

ম্যাচ সেরা: মিচেল স্ট্যার্ক।

(ওএস/পি/মার্চ ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test