E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আম্পায়ার ও ভারত!

২০১৫ মার্চ ১৯ ১৪:১০:৫৬
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আম্পায়ার ও ভারত!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশকে শুধু যে ভারতের সাথে খেললেই হবে না, সাথে খেলতে হবে অ্যাম্পিয়ারদের সাথেও। বিষয়টা অনুমান করা হয়েছিল আগে থেকেই।

আর সেটা বাস্তবে রূপ নিলো আজকের খেলায়। রুবেল হোসেনের একটি ফুলটস বল রোহিত শর্মা আকাশে ভাসিয়ে দিলে সেটি ক্যাচে পরিণত হয়। তবে সাথে সাথে নো বল কল করেন আম্পায়ারদ্বয়! টিভি রিপ্লেতে সেটি ভুল বলেই মনে হয়েছে। রোহিত অবশ্য ভাগ্যবান, ব্যক্তিগত ৯০ রানে যেখানে তাকে বিদায় নিতে হতো সেখানে শেষ পর্যন্ত দুই আম্পায়ারের ভুলেই সেঞ্চুরি করলেন তিনি।

এ নিয়ে বিতর্কও কম হচ্ছে না। ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ স্বয়ং টুইট করেছেন এভাবে...`Bad decision from Gould, was definitely not above the waist. Lucky break for rohit. this can b the difference in getting xtra 20 runs #CWC2015`

মাঠে বাংলাদেশ ও ভারতের মধ্যকার খেলার আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করছেন পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান জেমস গাউল্ড।

(ওএস/পি/মার্চ ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test