E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতীয় গণমাধ্যমেও আম্পায়ারদের সমালোচনা

২০১৫ মার্চ ২০ ১১:১০:৩২
ভারতীয় গণমাধ্যমেও আম্পায়ারদের সমালোচনা

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের কাছে ১০৯ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বাংলাদেশের হারের পেছনে মূল কারণ আম্পায়ারের বারবার ভুল সিদ্ধান্ত দেয়া। বিশেষ করে, রোহিত শর্মার আউটটা না দেয়ায় আরও বেশি আলোচনা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমেও আম্পায়ারের এ ভুল সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে। দেশটির একটি আলোচিত দৈনিকে ‘বিতর্ক সত্ত্বেও রোহিত শর্মা সেঞ্চুরি করেছে’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনের মধ্যে লেখা হয়েছে, রোহিতের যখন ব্যক্তিগত ৯০ রান ছিল তখন তিনি ভাগ্যবান হিসেবে বেঁচে যান। এ সময় রুবেল হোসেনের বলে ডিপ মিড উইকেটে ক্যাচে পরিণত হন তিনি। কিন্তু আম্পায়ার ইয়ান গোল্ড এটিকে ‘নো বল’ দেয়। তবে টিভি রিপ্লেতে এটিকে লিগ্যাল ডেলিভারি হিসেবেই দেখা যাচ্ছিল।

পরে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। এ সময় তার রান ছিল ১৩৭। তার এ ইনিংসের মধ্যে রয়েছে, ১৪টি চার ও তিনটি ছয়ের মার।

(ওএস/অ/মার্চ ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test