E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিতে নিউজিল্যান্ড

২০১৫ মার্চ ২১ ১৩:৪৯:৫৮
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিতে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ৩৯৩ রানের নীচে চাপা পড়ার পর এমনিকেই হেরে বসার কথা ওয়েস্ট ইন্ডিজের। তবুও আশা গেইলদের মত কয়েকজন মারমুখি ব্যাটসম্যান থাকায়। মারমুখি তারা হয়েছিলও। নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। কিন্তু টি২০ স্টাইলে খেলে ২৫ ওভারেই পার হয়েছিল ২০০ রান। শেষ পর্যন্ত ৩০.৩ ওভারে ২৫০ রানে অলআউট হয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ।

১৪৩ রানে ক্যারিবীয়দের গুড়িয়ে দিয়ে বিশ্বকাপে ৭মবারেরমত সেমিফাইনালে চলে গেলো নিউজিল্যান্ড। ২৩৭ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন মার্টিন গাপটিল। কিন্তু শুরু থেকেই ছন্দ পতন। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ট্রেন্ট বোল্ট বোল্ড করে দিলেন জনসন চার্লসকে। দলের মাত্র ৪ রানেই বোল্ড হয়ে গেলেন ওপেনার জনসন চার্লস। নিজে করেছিলেন মাত্র ৩ রান। এরপর ল্যান্ডল সিমন্স এসে চেষ্টা করেন গেইলের সঙ্গে জুটি গড়ার। কিন্তু তিনিও পারেননি বোল্টের সামনে টিকতে। বোল্টকে প্রথমে ছক্কা মারেন। পরের বলেই থার্ড স্লিপে গাপটিলের হাতে ক্যাচ দিয়ে বসেন সিমন্স। ফিরে গেলেন ১৭ বলে ১২ রান করে। দলের রান তখন ২৭।

সিমন্স আউট হলেও স্বরূপে খেলছেন গেইল। মাত্র ২৬ বলে ৪টি বাউন্ডারি আর ৭টি ছক্কায় হাফ সেঞ্চুরি পূরণ করে ক্যারিবীয়দের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন গেইল। তবে ৩৩ বলে ৬১ রান করার পর অবশেষে অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে গেলেন গেইল। দলের রান এ সময় ১২০। গেইলের আউট হওয়ার সাথে সাথেই স্বপ্ন শেষ হয়ে গেলো ক্যারিবীয়দের। এরপর আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি কিংবা জোনাথন কার্টাররা উইকেট ধরে চেষ্টা করেন দলকে এগিয়ে নেওয়ার। কিন্তু ঝড়ের গতিতে রান যেমন তুলেছেন ক্যারিবীয়রা, তেমনি উইকেটও হারিয়েছে।

শেষ দিকে অধিনায়ক জ্যাসন হোল্ডার চেষ্টা করেছিলেন কিছুটা প্রতিরোধ গড়ার। ২৬ বলে ৪২ রান করে তিনি আউট হতেই নিশ্চিত হয়ে যায় কিউইদের সেমিফাইনাল।

(ওএস/পি/মার্চ ২১, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test