E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফাইনালে যেতে বিশ্বরেকর্ড করতে হবে ভারতকে, টার্গেট ৩২৯

২০১৫ মার্চ ২৬ ১৩:২১:১৩
ফাইনালে যেতে বিশ্বরেকর্ড করতে হবে ভারতকে, টার্গেট ৩২৯

স্পোর্টস ডেস্ক : শুরুতে যাদব-সামি কিছুটা কাঁপিয়ে দিয়েছিলেন। তাদের পেস তোপে রানের খাতায় ছিল ‘কচ্ছপ গতি’। এর মাঝে আবার চতুর্থ ওভারে ওয়ার্নারকে ফিরিয়ে দেন যাদব। শর্ট-লেন্থের বলে শর্ট আর্মপুল করতে চেয়েছিলেন ওয়ার্নার। কিন্তু বল ব্যাটের কানায় লেগে মিড-অফের আকাশে ওঠে। প্রস্তুত ছিলেন কোহলি। ধরতে ভুল করেননি। শুরুর এই চাপ সামলে নেন স্মিথ-ফিঞ্চ। দুজনে গড়েন ১৮২ রানের নান্দনিক জুটি। আর তাতেই ৩২৮ রানের ভিত পায় অজিরা। দলীয় স্কোর তিনশ পার করলেও স্বস্তিতে নেই স্বাগতিক সমর্থকরা। শঙ্কায় আছেন তারা-ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ এই রানের মধ্যে আটকাবে তো?

ফিঞ্চ-স্মিথের জুটি ভাঙেন যাদব। তার মাথা বরাবর বাউন্সারে অফস্ট্যাম্পে সরে এসে হুক করতে যান স্মিথ। কিন্তু ভারসাম্য রাখতে না পারায় ব্যক্তিগত ১০৫ রানের মাথায় ডিপ স্কয়ার লেগে রোহিতের হাতে ধরে পড়েন। এরপর রানের গতি বাড়াতে মাঠে নামেন ম্যাক্সওয়েল (২৩)। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। ফিঞ্চের সঙ্গে মাত্র ৩৫ রানের জুটি গড়েই ফিরতে হয় তাকে। অশ্বিনের স্লো ডেলিভারিতে সুইপ করেন। কিন্তু ভাগ্যদেবী বিমুখ হওয়ায় ডিপ ব্যাকওয়ার্ডে রাহানের হাতে ধরা পড়ে যান।

শুরুতে উইকেট পাওয়া যাদব আবার দৃশ্যপটে আসেন ৩৯তম ওভারের দ্বিতীয় বলে। চোখ রাঙাতে থাকা ফিঞ্চকে ক্ষিপ্রগতির এক শর্ট বলে বোকা বানান। ভারতীয়দের মধ্যে এই যাদবই এদিন একটু বাউন্স পেয়েছেন। তার বুক বরাবর বলে পুল করেন ফিঞ্চ। কিন্তু গতির কাছে পরাস্ত হয়ে মিডউইকেটে ধাওয়ানের হাতে ক্যাচ দেন। ফেরার আগে ১১৬ বল খেলে করেন ৪১ রান।

অফফর্মে থাকা ক্লার্কও এদিন ফর্মে ফিরতে ব্যর্থ হন। স্মিথ-ফিঞ্চের গড়ে দেয়া ভিতের ওপর দাড়িয়ে স্কোর বড় করতে যেয়ে ১২ বল খেলে ১০ রান করে মাঠ ছাড়েন তিনি। ৪৩তম ওভারে মোহিতের প্রথম শর্ট ডেলিভারিতে মিডউইকেট দিয়ে বাউন্ডারি মারতে চেয়েছিলেন তিনি। একটু লাফিয়ে উঠে বল তালুবন্দি করেন বাংলাদেশের বিপক্ষে ‘পড়ে পাওয়া’ শতক করা রোহিত। ম্যাক্সওয়েল, ক্লার্ক তাড়াতাড়ি ফিরে যাওয়ার পর হাল ধরেন ফকনার। ১২ বলে ২১ করেও ফেলেন। তাকে থামান ওই যাদব। তার শর্ট ইয়র্কার লেগস্ট্যাম্পে সরে যেয়ে সামলাতে চেষ্টা করেছিলেন ফকনার। কিন্তু পারেননি। ভেঙে যায় স্ট্যাম্প। এক ওভার বাদে মোহিত শর্মার বলে ৩০ বলে ২৮ করা ওয়াটসন বিদায় নেন। শেষ দুই ওভারে হাডিন-জনসন মিলে করেন ২৯। অস্ট্রেলিয়া থামে ৩২৮ এ।

আজকের বিজয়ী দল ২৯ মার্চ ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। নাটকীয় প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিক নিউজিল্যান্ড।

(ওএস/অ/মার্চ ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test