E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিকে হয়ে আসছে ভারতের বিশ্বকাপ স্বপ্ন

২০১৫ মার্চ ২৬ ১৫:৩৫:২২
ফিকে হয়ে আসছে ভারতের বিশ্বকাপ স্বপ্ন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ৩২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদের মুখে পড়তে যাচ্ছিল ভারত। মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের মুখে স্লিপে ক্যাচ দিয়ে বসেন ভারতীয় ওপেনার রোহিতম শর্মা। ক্যাচটি শেন ওয়াটসন তালুবন্দীও করেছিলেন। কিন্তু সেটা ততক্ষণে মাটি ছুঁয়ে ফেলেছিল।

তবুও টিভি আম্পায়ার ম্যারিয়াস এরাসমাস বিভিন্ন কোন থেকে রিপ্লে করে দেখেন এবং শেষ পর্যন্ত নট আউট ঘোষণা করেন। যে কারণে বেঁচে গেলেন ওপেনার রোহিত শর্মা।

এরপর বেঁচে গেলেন অপর ওপেনার শিখর ধাওয়ানও। চতুর্থ ওভারে জস হ্যাজলউডের বলে উইকেটরক্ষক এবং প্রথম স্লিপের মাঝে ক্যাচ উঠে গিয়েছিল ধাওয়ানের। ব্র্যাড হ্যাডিন ডাইভ দিয়েও তালুবন্দী করতে পারলেন না ক্যাচটি। স্লিপে দাঁড়ানো শেন ওয়াটসনও তাই বলটি ধরার চেষ্টা করতে পারলেন না।

দু’দুবার জীবন পেলেন ভারতের দুই ওপেনার। সুতরাং তাদের আর থামায় কে? সত্যি সত্যি থামানো যাচ্ছে না দুই ওপেনারকে। ১০ ওভার শেষে স্কোরকার্ডই তার প্রমান দিচ্ছিল। অবশেষে ভারতীয় ব্যাটিং লাইনআপে আঘাত হানতে সক্ষম হলেন জস হ্যাজলউড। আনলাকি থার্টিনেরই শিকার হলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।

১৩তম ওভারের পঞ্চম বলে গিয়ে হ্যাজলউডকে সজোরে খেলতে যান ধাওয়ান। ডিপ এক্সট্রা কভারে ধাওয়ানের ক্যাচটি লুফে নিতে ম্যক্সওয়েলকে মোটেও কষ্ট করতে হলো না।

ইনিংসের প্রথম দিকের অংশটিকে যদি ভারতীয় ব্যাটসম্যানদের দাপট বলা হয়, তবে পরের অংশকে বলতেই হবে অসি পেসারদের। শিখর ধাওয়ান আউট হওয়ার পর বিরাট কোহলির কাছেই কিছু রান আশা করেছিল ভারতীয়রা। কিন্তু পুরো টুর্নামেন্টে যেভাবে অফফর্মে ছিলেন, ভারতের সবচেয়ে সম্ভাবনাময়ী ব্যাটসম্যান, সেভাবেই ব্যার্থতার পরিচয় দিয়ে ফিরলেন তিনি। ১৩ বল খেলে ১৬তম ওভারের ৫ম বলে জনসনের বাউন্সারের কাছে ধরা খেয়েই বল তুলে দেন আকাশে। উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন দৌড়ে গিয়ে ক্যাচটি তালুবন্দী করেন।

মিচেল জনসন অব্যাহত রয়েছেই। এবার জনসন তোপে বোল্ড হয়ে ফিরলেন রোহিত শর্মাও। ৪৮ বলে ৩৪ রান করে ক্রমেই অস্ট্রেলিয়ার সামনে বিপজ্জনক হয়ে উঠছিলেন রোহিত। কিন্তু ১৮তম ওভারের শেষ বলে এসে দুর্দান্ত এক ডেলিভারিতে ভারতীয় ওপেনারকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠালেন মিচেল জনসন।

এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ২৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১১ । উইকেটে আজিঙ্কা রাহানে ৪ এবং ধোনি ০ রানে।

(ওএস/পি/মার্চ ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test