E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আনুশকাই হারালো ভারতকে!

২০১৫ মার্চ ২৬ ১৭:৪৭:১২
আনুশকাই হারালো ভারতকে!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর রান করাই যেন ভুলে গেলেন তিনি। তবুও কোহলির দল ভারত উঠে এলো সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি টিম ইন্ডিয়া। ফাইনালে যেতে হলে কোহলির ব্যাটে রান লাগবেই। ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রিকেটের পন্ডিতরাও এ কথা বলে আসছিলেন।

কিন্তু কিভাবে আসবে সেই রান! অফ ফর্মে থাকা একজন ব্যাটসম্যানকে সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামানো নিয়েও কথা উঠেছে। তবে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট কোহলির ওপরই আস্থা রাখেন এবং তাকে উদ্বীপ্ত করে তুলতে ভারত থেকে উড়িয়ে নেওয়া হয় বলিউডি বান্ধবী আনুশকা শর্মাকে। এনএইচটেন সিনেমা নিয়ে যখন ব্যাস্ত সময় পার করছিলেন আনুশকা, তখন তিনি গেলেন অস্ট্রেলিয়া।

সিডনিতে আনুশকাকে দেখেই অবশ্য অনেক ভারতীয় ক্রিকেট ভক্ত প্রশ্ন তুলেছিলেন। টুইটারে আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন তারা, আনুশকার উপস্থিতি না আবার হিতে বিপরীত হয়। তার কারণে না আবার দুর্ভাগ্য ভর করে ভারতীয় দলের ওপর!

শেষ পর্যন্ত বিরুদ্ধবাদীদের শঙ্কাই সত্যি প্রমানিত হলো। অস্ট্রেলিয়া যখন ৩২৮ রানের পাহাড় দাঁড় করিয়ে দিল ভারতের সামনে, তখন এই রান তাড়া করার জন্য বিরাটের কাছ থেকেই স্পেশাল একটি ইনিংস দেখতে চেয়েছিলেন ভারতের ক্রিকেট ভক্তরা। কিন্তু; সবাইকে হতাশ করে বিরাট কোহলি আউট হয়ে গেলেন মাত্র ১ রানে। ১৩ বল মোকাবেলা করে মিচেল জনসনের বলে ব্যাটের কানায় লাগিয়ে ধরা পড়লেন উইকেটের পেছনে ব্র্যাড হ্যাডিনের গ্লাভসে।

কোহলির এমন আউট হওয়া দেখেই ঝড় উঠেছে টুইটারে। যুগেস শর্মা নামে একজন লিখেছেন, ‘কেন কেন কেন? সিডনিতে কেন আনুশকা শর্মা?’ মোহাম্মদ সাইফুল্লাহ নামে ভারতের এক সমর্থক লিখেছেন, ‘আনুশকা শর্মা, তোমাকে বলছি। সিডনির গ্যালারির বাইরে গিয়ে তুমি ভারতকে সমর্থন কর।’ কৃপা শর্মা নামে একজনের টুইট, ‘আমি জানি, সিডনিতে আনুশকা শর্মার উপস্থিতি খুবই খারাপ হয়েছে ভারতীয় দলের জন্য।’

নিদা ফাতিমা নামে এক ভক্ত লিখেছেন, ‘আনুশকা শর্মা সিডনিতে উপস্থিত হয়েছে বিরাটের মাত্র এক রান দেখার জন্য। ইডিয়ট! কেন তুমি সিডনির গ্যালারিতে?’ আশিষ কেন্দালওয়াল নামে একজনের মন্তব্য, ‘মুম্বাই থেকে সিডনিতে আনুষ্কার উড়ে যাওয়ার উদ্দেশ্যই ছিল, বিরাটের ১ রানে আউট হওয়া দেখা, একটি ক্যাচ ফেলা এবং এক ওভার বল করা দেখতে।’

জিটি নামে এক টুইটার ব্যাবহারকারী লেখেন, ‘ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভুল হলো আনুশকাকে সিডনির গ্যালারিতে উপস্থিত করানো। আনুশকা, পুরো ভারত তোমাকে কখনও ক্ষমা করবে না।’ মুয়াজ খান নামে একজন লিখেন, ‘চিত্র নায়িকা আনুশকা শর্মার সিডনিতে আগমণ, তার নায়ক বিরাটের ১ রানের ইনিংস দেখার জন্য। আর তাতেই ভারতের জয়!! হা হা হা!!!’

(ওএস/পি/মার্চ ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test