E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্রো’কে শেষ শান্তিটুকু দিতে চান ম্যাকালাম

২০১৫ মার্চ ২৮ ১৭:৫৩:০৭
ক্রো’কে শেষ শান্তিটুকু দিতে চান ম্যাকালাম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের আগে আবেগতাড়িত কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম৷ রবিবার কাপ জিতে ক্যানসারে আক্রান্ত প্রাক্তন অধিনায়ক মার্টিন ক্রো’কে শেষ শান্তি দিতে চায় কিউইবাহিনী।

৫২ বছরের ক্রো’ নিজের কলামে লিখেছেন, ‘সম্ভবত এটাই আমার শেষ ম্যাচ দেখা৷ তাই আনন্দের সঙ্গে জীবন শেষ করতে চাই৷’

এ প্রসঙ্গে কিউই অধিনায়কের বক্তব্য, ‘এই মুহূর্তে খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছেন ক্রো। বেশি দিন হয়নি, এক সঙ্গে অনেক সময় কাটিয়েছি। দলের অনেককেই ক্রো মোটিভেটক করেছে। আমরা চাই কাপ জিতে ওকে শেষ শান্তিটুকু দিতে’। ১৯৯২ বিশ্বকাপ স্মরণীয় রয়েছে মার্টিন ক্রো’য়ের জন্য। ব্যাট হাতে একাই নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তুলেছিলেন কিউই টপ-অর্ডার ব্যাটসম্যান। নিউজিল্যান্ড ফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন ক্রো।

রবিবার মেলবোর্নে ম্যাকালামের হাতেই কাপটা দেখতে চান প্রাক্তন কিউই অধিনায়ক৷ ৭৭টি টেস্টে ক্রো’র ১৬টি সেঞ্চুরি এখনও নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে রেকর্ড৷ টেস্টে তাঁর সর্বোচ্চ রান ২৯৯-১৯৯১-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে বেসিন রির্জাভে এই রান করেছিলেন ক্রো। গত বছর এখানেই ভারতের বিরুদ্ধে ৩০২ রান করে ক্রো’কে টপকে যান ম্যাকালাম৷

(ওএস/এটিআর/মার্চ ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test