E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফাইনাল হবে দর্শক-শূন্য মাঠে!

২০১৫ মার্চ ২৮ ২০:১৯:৪০
ফাইনাল হবে দর্শক-শূন্য মাঠে!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারত বিশ্বকাপের ফাইনালে উঠবে মনে করে ভারতীয় দর্শকরা ফাইনালের বহু টিকেট আগাম কিনে রেখেছেন। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ধোনিরা এখন দেশে ফিরে এসেছেন। সঙ্গত কারণে রবিবারের ফাইনালে ৯১ হাজার ধারণ-ক্ষমতার মেলবোর্ন স্টেডিয়ামের বিরাট একটা অংশ ফাঁকা থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। এই কারণে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ভারতীয় দর্শকদের কাছ থেকে সেই টিকেট কিনে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সমর্থকদের মধ্যে বণ্টণ করার চেষ্টা চালাচ্ছেন।

আইসিসি শনিবার জানায়, ‘ভারতীয় কোনো দর্শক তাদের কেনা ফাইনালের টিকেট ইচ্ছে করলে আইসিসির ওয়েবসাইটে চাহিদা-মূল্যে বিক্রয় করতে পারবেন।’ রবিবারের ফাইনালে যেন ফাঁকা আসন না থাকে সেজন্যই আইসিসি এই ধরনের ব্যবস্থা গ্রহণ করল।

বিশ্বকাপে ভারত যে যে স্টেডিয়ামে খেলতে পারে সম্ভাব্য সব টিকেটই কিনে নেয় ভারতীয় দর্শকরা। কোয়ার্টার ফাইনালের জন্য সিডনি ও মেলবোর্ন এবং সেমিফাইনালের জন্য অকল্যান্ড ও সিডনির টিকেট আগ থেকেই পকেটস্থ করে রাখে ভারতীয় সমর্থকরা। সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে ধোনির দল বাড়ির পথ ধরার ফলে তাদের সমর্থকরাও চাইছেন কেনা টিকেটগুলো বিক্রি করে দিতে। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠায় নিউজিল্যান্ডে ফাইনালের টিকেটের চাহিদা আকাশচুম্বী। টিকেটের জন্য হাহাকার লেগে গেছে দেশটিতে। প্রথমবারের মতো ফাইনালে উঠা দেশকে গ্যালারি থেকেই সমর্থন জানাতে চান দেশটির ক্রিকেটভক্তরা।

ভারতীয় অনেক দর্শক ফাইনালের টিকেট বিক্রি করে দিতে চাইছেন বলে জানা যায়। এমনই এক সমর্থকের নাম অজিত রায়। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দলের হারে হৃদয় ভেঙে গেছে তার্। সিডনি থেকে মেলবোর্নে ফেরার পথে তিনি বলেন, ‘আমি ১৩২ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে ফাইনালের টিকেট কিনেছি। এখন আমি ৫০ ডলার পেলেও এটি বিক্রি করে দিবো।’

ক্রিকেটজ্বরে ভাসছে ফুটবলপ্রিয় দেশ অস্ট্রেলিয়াও। দেশটির মেল নামক এক ফুটবলভক্ত সম্প্রতি ক্রিকেটের ভক্ত হয়ে পড়েন। ফাইনালের টিকেটের জন্য বন্ধু-বান্ধব সহকারে তীব্র আগ্রহ নিয়ে রয়েছেন তিনি। মেল বলেন, ‘আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে ফাইনালের টিকেটের জন্য এদিক-সেদিক ঘোরাঘুরি করছি। তবে টিকেট সব বিক্রি হয়ে গেছে। কিন্তু আমরা জানি ভারতীয়রা তাদের টিকেট বিক্রি করে দিবে। টিকেটের জন্য আমরা অনলাইনে চোখ রাখছি।’

(ওএস/পি/মার্চ ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test