E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বার্সেলোনা পারল না

২০১৪ মে ১২ ১৯:৫৮:৪৬
বার্সেলোনা পারল না

স্পোর্টস ডেস্ক, ঢাকা : লিও মেসি, আন্দ্রেজ ইনিয়েস্তারা জিততে পারলেন না৷ ম্যাচটা ড্র হওয়ায় লা লিগার অবস্থানে কোনও পরিবর্তন হল না৷অ্যাতলেটিকো মাদ্রিদ ও মালাগা ১-১ ড্র করায় শীর্ষে দিয়েগো সিমিওনের ছেলেরাই৷ বার্সা দ্বিতীয় স্থানে৷ মৌসুমের শুরু থেকেই সমর্থকদের মনে মেসিদের বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছিল৷ কোপা দেল রে-তে হারের পর সমর্থকরা মেসির সমালোচনা করতেও ছাড়েননি৷

গত সপ্তাহে গেতাফের বিরুদ্ধে ২-২ ড্র করায় লিগ জেতার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গিয়েছিল বার্সেলোনার৷ হঠাৎই এখন লিগ জেতার সম্ভাবনা তৈরি হয়েছে৷ আগামী সপ্তাহে অ্যাতলেটিকো ও বার্সা ম্যাচটিই খুঁজে নেবে এবারের লিগ চ্যাম্পিয়ন৷

রেফারির শেষ বাঁশির পর এলচে সমর্থকদের দারুণ আনন্দ৷ তাঁদের প্রিয় ক্লাব থামিয়ে দিয়েছে বার্সাকে৷ তবে গোলের যে সুযোগ পায়নি বার্সেলোনা, এমনটা একেবারেই নয়৷ মেসি, ইনিয়েস্তা, অ্যালেক্সিজ সানেচজ, পেড্রো গোলের সুযোগ পেয়েছিলেন৷ তাঁরা কেউই গোল করতে পারেননি৷

গোল করতে পারলে শেষ ম্যাচের আগে মেসিরা ভাল জায়গাতে থাকতে পারতেন৷ যদিও এখনও সুযোগ রয়েছে বার্সার সামনে৷ লিগ জিততে হলে বার্সাকে জিততেই হবে অ্যাতলেটিকোর বিরুদ্ধে৷

বার্সেলোনা জিতলে তাদের পয়েন্ট অ্যাতলেটিকোর সমান হলেও, কাতালানরা লিগ জিতবে মুখোমুখি লড়াইয়ের রেকর্ডের সৌজন্যেই৷ জানুয়ারিতে আগের সাক্ষাতে বার্সা ও অ্যাতলেটিকোর ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছিল৷

(ওএস/পি/মে ১২,২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test