E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

১৭ বছর পর ফেডকাপে হিনগিস

২০১৫ এপ্রিল ০৯ ২০:৫৮:২৪
১৭ বছর পর ফেডকাপে হিনগিস

স্পোর্টস ডেস্ক : ঘটনা চমকে যাওয়ার মতোই। তবে লিজেন্ড মার্টিনা হিনগিস বলে কথা। দীর্ঘ ১৭ বছর পর ফেডকাপে খেলতে জাতীয় দলে ডাক পেয়েছেন এই টেনিস তারকা। বুধবার তাকে ‍সুইস জাতীয় দলের অধিনায়ক হেইনজ গিইথার্ডট দিয়েছেন এমন বিস্ময়কর খবর।

৩৪ বছরেও দারুণ পারফর্ম করছেন সাবেক নাম্বার ওয়ান হিনগিস। তিনি সুইরাজল্যান্ডের হয়ে প্লে-অফ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে খেলবেন। ১৮-১৯ এপ্রিল এই খেলা অনুষ্ঠিত হবে।

সুইস তারকা হিনগিস সর্বশেষ ১৯৯৮ সালে দেশের হয়ে ফেডকাপে খেলেছেন। ফেডকাপে ডাক পাওয়ার প্রধানতম কারণ ২০১৬ সালে অলিম্পিকে খেলার ঘোষণা। সেখানে মিক্সড ডাবলসে সুইসস্টার ফেদেরারের সঙ্গে কোর্টে নামার স্বপ্ন দেখছেন।

৫ মেজরের সঙ্গে ৪৩টি আসরে শিরোপাজয়ী হিনগিস দুই দফা অবসর ভেঙে কোর্টে ফিরেছেন। ২০০৭ সালে একবার ড্রাগপাপী হিসেবে প্রমাণিত হয়ে নির্বাসনে গিয়েছেন।

হিনগিসের ঝুলিতে শেষ শিরোপা মিয়ামি ডাবলসে। সানিয়া মির্জার সঙ্গে জুটি বেঁধেই হিনগিস এই শিরোপা তুলে নিয়েছেন।

(ওএস/এটিআর/এপ্রিল ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test