E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চলে গেলেন রিচি বেনো

২০১৫ এপ্রিল ১০ ১৪:১২:০৩
চলে গেলেন রিচি বেনো

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার ও অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক রিচি বেনো আর নেই। শুক্রবার সকালে অস্ট্রেলিয়ায় ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘ দিন ধরে স্কিন ক্যানসারে ভুগছিলেন এই কিংবদন্তি।

এই কিংবদন্তির মৃত্যুতে ক্রিকেটবিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মূলত লেগ স্পিনার ছিলেন। তবে তিনি ভালো ব্যাটও চালাতে পারতেন। তিনি মোট ৬৩টি টেস্ট খেলেন। এর মধ্যে ২৮টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন।

রিচি বেনোর নেতৃত্বে অস্ট্রেলিয়া কখনো টেস্ট সিরিজ হারেনি। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া পাঁচটি সিরিজে জয় পেয়েছে এবং দুটিতে ড্র করেছে। রিচি বেনো ২৫৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৯৪৫টি উইকেট লাভ করেন।

২৩টি সেঞ্চুরিসহ ৩৬.৫০ গড়ে ১১,৭১৯ রান করেন তিনি। তিনিই প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ২ হাজার রান ও ২০০ উইকেট লাভ করেন। ১৯৬৪ সালে তিনি ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের ইতি টেনে সাংবাদিকতা ও ধারাভাষ্য শুরু করেন।

২০০৫ সালে অ্যাসেজ সিরিজের সময় সবশেষ তিনি ধারাধাষ্য দেন। তবে ২০১৩ সাল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের হয়ে কাজ করে যান। গত বছরের নভেম্বরে রিচি বেনোর স্কিন ক্যানসার ধরা পড়ে।

তার বিখ্যাত কয়েকটি লাইন হলো- ‘সবাইকে শুভ সকাল’, ‘গ্লেন ম্যাকগ্রা ২ রানে আউট হয়ে গেলেন, মাত্র ৯৮ রানের জন্য তার সেঞ্চুরি করতে পারলেন না’, ‘ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছে, তারা ক্রিজে নয় কনফেকশনারি যাচ্ছে আর আসছে’।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test