E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আফ্রিদি

২০১৫ এপ্রিল ২০ ১৬:১৮:২২
টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ আগেই সিরিজ জেতা হয়ে গেছে বাংলাদেশের। বাকি ম্যাচটি হবে আগামী বুধবার। এরপরই একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

এদিকে টি-টোয়েন্টি খেলতে সোমবার ঢাকায় এসেছেন শহীদ আফ্রিদিসহ আরো তিন পাকিস্তানি ক্রিকেটার। এদিন দুপুর সোয়া ১২টায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

আফ্রিদি ছাড়া বাকি তিনজন হলেন- আহমেদ শেহজাদ, সোহেল তানভির ও মুস্তার আহমেদ। বিমানবন্দরে নেমে হোটেল রূপসী বাংলায় দলের সাথে যোগ দিয়েছেন তারা।

আগামী ২৪ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন আফ্রিদি।

টি-টোয়েন্টির পর দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ-পাকিস্তান। টেস্ট দলের সদস্য ছাড়া বাকি খেলোয়াড়রা টি-টোয়েন্টি পর পাকিস্তানে ফিরে যাবেন।

পাকিস্তান টি-টোয়েন্টি দল :
শহীদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মুস্তার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, সাঈদ আজমল, সোহেল তানভির, ওয়াহাব রিয়াজ, সাদ নাসিম, উমর গুল ও জুনাইদ খান।

(ওএস/এএস/এপ্রিল ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test